মাঝেমধ্যে অবাক হয়ে যেতে হয়, আশাই করা যায় না এমন কারও মুখ থেকে অসাধারণ কথা শুনতে পেলে। আরজি কর যখন ঘটছে তখন ছিলেন না কলকাতায়, তাই নিয়ে টিটকিরি ট্রোল চলছিল, নেমেই চলে এলেন আর্টিস্ট ফোরামের এক জমায়েতে। অনায়াসে বসলেন রূপা গাঙ্গুলির সঙ্গে, তারপর ক্যামেরার সামনে বললেন, রাজনৈতিক শকুনেরা ঘিরে ধরেছে ধর্ষিতার মৃতদেহ। উনি শকুনের বদলে ওনার জানা গিধ শব্দটা বসালেন, কিন্তু এত ঠিকঠাক শকুন শব্দের ব্যবহার দেখে ভালো লাগলো। গত নির্বাচন দেব, সুপারস্টার দেবকে পলিটিক্যালি ম্যাচিওর করে তুলেছে? হবে হয়তো। কিন্তু উনি যা বললেন তা এক্কেবারে ১০০ শতাংশ সত্যি। চুলোর দোরে গেছে ওই অভয়া আর তিলোত্তমা, এখন মানুষের ক্ষোভের আগুনে বিরিয়ানি রান্না হচ্ছে এবং ন্যাকামো। ২০২২ রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতাল আর চিকিৎসা কেন্দ্র হিসেবে পুরস্কৃত হচ্ছে আরজি কর হাসপাতাল, পুরস্কৃত করছে যারা তারা কেবল খবর দেখায়, যারা চিৎকার চ্যাঁচামেচি পছন্দ করে না, যারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সব্বার আগে পৌঁছিয়ে যায়, যারা বাঙালির খবর আর বাংলার খবর দেখায়, বিজ্ঞাপনে থাকে সেই একই কথার প্রতিধ্বনি, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। এই হাউসের অন্তর্তদন্তমূলক মানে ফেলুদা কাটিং ফালুদা রিপোর্ট পড়েই তো অনেকের গোঁফ গজিয়েছে, পিপুল পেকেছে, অনেকেই রজঃস্বলা হয়েছেন, চিতাতেও উঠেছেন বহু মানুষ। সে হেন প্রতিষ্ঠান আমি নিশ্চিত বিরাট তত্ত্বতালাশ করার পরে খুঁজে বার করেছিল রাজ্যের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে ২০২২-এ। পরিচিত ঘোষক কোনও ভাঁড়ামি না করেই ডেকেছিলেন প্রতিষ্ঠানের মাথা সন্দীপ ঘোষকে। আমি নিশ্চিত আমার মতো আপনাদেরও অনেকেই টিভিতেই বসে দেখেছেন এই সেরা বাঙালি, সেরা বাংলার অনুষ্ঠান, কারণ সেই অনুষ্ঠান হলের মধ্যে তো থাকেন গুটিকয়েক বাংলার হুজ হু-রা। তাঁরাও কি কম কেউকেটা? তাঁরাও দিকপাল লোকজন, আমি দেখিনি বটে তবে ১০০০ টাকা ফিজ আগে জমা দিলে যিনি মুখ তুলে তাকান, সেই ডাক্তার কাম সমাজসেবী কাম রাজনৈতিক কমেন্টেটর কাম ইউটিউবারও হাজির ছিলেন নিশ্চয়ই, অন্তত হাজির থাকার কথা, ওনারা থাকেন, ওনাদের রাখতে হয়, বেঙ্গল ক্লাবের সদস্য, ক্যালকাটা ক্লাবের সদস্য, শহরের এলিট মানুষজনের অত্যন্ত ক্ষমতাশীল লোকজন।
তো সেই ২০২২ সেই উচ্চকুলশীল এলিট প্রায় প্রতিটা বিষয়ে সর্বজ্ঞ মানুষজনকে সাক্ষী রেখে যখন বেছে নেওয়া হল এই আরজি কর হাসপাতালকে তার অসামান্য চিকিৎসা পরিষেবার জন্য, তখন কি এনারা জানতেন না, ওনাদের ব্যাখ্যা মতোই কম সে কম ২০১২-১৩ থেকেই আরজি কর হয়ে উঠেছে ঘুঘুর বাসা, চিকিৎসা? ছেড়েই দিলাম। অভিযোগ নিম্নমানের ওষুধ কিনে কমিশন খাওয়ার, অভিযোগ সেক্স র্যাকেট চালানোর, হাসপাতালেই নাকি নীল ছবির ব্যবসা চলে, হাসপাতালেই নাকি লাখ টাকায় এমবিবিএস ডাক্তার হয়ে যায় এমডি, এমএস? কেউ জানতেন না? ওই যে ইউটিউবার কাম ডাক্তার, কাম সমাজসেবী কাম স্বাস্থ্য ব্যবসায়ী বলেছিলেন এসব কথা এর আগে? কোনওদিন? এই সন্দীপ ঘোষ যে এক স্বাস্থ্য মাফিয়া বলেছিলেন কোনওদিন? কোনও পত্র পত্রিকায় ২০১২-১৩ থেকে কোনও লেখায় কোনও ইনভেস্টিগেটিং স্টোরি? কোনও চ্যানেলে? যাঁরা এখন রোজ সনসনিখেজ রিপোর্টিং বার করছেন, তাঁরাই তো ছিলেন চ্যানেলের মাথায়? তাঁরাই তো কেউ চার, কেউ সাত কেউ দশ লক্ষ টাকা মাইনে পান এই খবর করার জন্য। দয়া করে দেখান, ডাক্তারদের তো চিকিৎসা করার কথা? চতুর্থ স্তম্ভ, সংবাদমাধ্যম কী করছিল? তাঁরা কোন খবরটা দিয়েছিলেন এর আগে। ঘটনা ঘটবে, জঘন্য ঘটনা, তারপর একজনকে পাওয়া যাবে, যাকে ঘিরে হেডলাইনের পর হেডলাইন। আমরা হেঁদিয়ে পড়বো, আমরা কেউ জানতাম না, হতেই পারে, আমরা তো আদার ব্যাপারি, শালার বাজারের বাড়তে থাকা দাম আর কমতে থাকা আয়ের মাঝখানে উল্লম্ব মানুষজনের জ্ঞানভান্ডারের উৎস তো ওই দেখতে হয় না হলে প্রলয় আসে, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়, কিন্তু সেই তাঁরা কী ছিঁড়ছিলেন?
আরও পড়ুন: Fourth Pillar | বিচার চাই, কিন্তু তদন্ত শেষই নাহলে বিচার হবে কী করে?
কেউ জানতেন নাকি শেখ শাহজাহানকে আগে, অতি কষ্টে জাহাঙ্গিরের ছেলে শাহজাহান আর তার ছেলে আওরঙ্গজেব জেনেছিলাম, নির্বাচন শুরুর মুখেই জানলাম শেখ শাহজাহানও আছে, সে অঞ্চলের মহিলাদের রাতে বের হতে হয় পিঠে বানাতে, জানলাম। কখন? যখন কিছু মিছিল বের হল, আগুন লাগল ভেড়িতে, মানুষ জড়ো হল, ২০০ টাকা স্টোরি পিছু পায়, সেই ক্যামেরা পৌঁছাল। আমরা শেখ শাহজাহানের নাম প্রথম শুনলাম, তারপর আপাতত তিনি খবরের এরেনার বাইরে, এখন সন্দীপ দত্ত। এইভাবেই আসেনি কি সারদার কাহিনি? রাজ্যের ছোট বড় সবকটা খবরের কাগজে ঠুঁসে ঠুঁসে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই সুদীপ্ত সেন, ওই রোজ ভ্যালির গৌতম কুন্ডু, এসব খবরের কাগজে তাঁদের সমাজ সেবার খবর ছাপা হয়েছে, বিরাট বিরাট সাক্ষাৎকার ছাপা হয়েছে, ওই সব বঙ্গরত্ন অনুষ্ঠান ইত্যাদির স্পনসর ছিলেন এরা, এমনকী বিপ্লবী পার্টির মুখপত্রেও ওনাদের বিজ্ঞাপন ভরপুর থাকত। এই চুরির খবর কেউ জানত না? প্রত্যেকে জানত, প্রত্যেকে। কিন্তু বখরা পাচ্ছিল। তারপর সেই প্যান্ডোরার বাক্স যখন খুলে গিয়ে বেরিয়ে এল লক্ষ লক্ষ পোকা, যখন বোঝা গেল ওই সব টাকা ছিল সাধারণ মানুষের, দশ বিশ একশো টাকা তুলে জমিয়ে তারা টাকা ফেরত পাচ্ছেন না, তখন আমরা জানতে পারলাম কীভাবে নয়ছয় করা হয়েছে এই বিরাট ভান্ডার। হাজার হাজার মানুষ রোজ ভাগ পেয়েছেন, ভাগ পেয়েছে মিডিয়া, কিন্তু এদের স্বরূপ, জানেন তো আসলে না, ওই যে কিছুদিন আগে আমি সোমা মুখার্জি বলছি, সেইরকম, হুবহু সেইরকম ফেক। চারিদিকে ঘুরছে এত শত জানোয়ার, আমাদের চারপাশে এই সন্দীপ ঘোষেরা, কিন্তু জানিস তো সন্দীপ না বিরাট চোর, কবে জানব, যখন আর এক জানোয়ার এক তিলোত্তমাকে ধর্ষণ করে ২৫ মিনিট ধরে নারকীয় যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে। তারপরে হঠাৎ কাঁধ থেকে ঝেড়ে ফেলে সব দায়, জানেন তো ওই সন্দীপ না সেক্স র্যাকেট চালাত। তারপরে কলতলার ঝগড়া, শেষে আপনি বুঝতেই পারবেন না, সত্যি করেই কি সেক্স র্যাকেট চালাত? নাকি এটা কারও অভিযোগ? কিন্তু মাথার ভেতরে দপদপ করবে কথাটা। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত প্রত্যেক দুর্গাপুজোর সবথেকে বড় স্পনসর এই চিটফান্ড ওলারা, এনারাই প্রত্যেক শারদ সংখ্যার মলাটের বিজ্ঞাপন, কেউ জানতেন না এঁরা কী করছেন? কী করে গলগল করে টাকা ওড়াচ্ছে, ফিল্ম তৈরি হচ্ছে, চারিদিকে হাসিরাশি ঝিঙ্কু মামণিরা ঘুরে বেড়াচ্ছে, সুদীপ্ত সেনের চোখে পড়লে, গৌতম কুন্ডুর মনে ধরলেই নায়িকা, নায়ক এমনকী পরিচালক। কেউ জানতেন না? বিশ্বাস করতে হবে। জানোয়ারদের জানলাম কবে যখন ঘটনা ঘটে গেছে। সিভিক ভলান্টিয়ারকে পুলিশ করে তোলা হয়েছে, আজ নয় সেই কবে থেকে। এবং তাদের দু’ চারটে বিচ্ছিন্ন খবর ছাপা হয়েছে বটে, কিন্তু এই যে কমিউনিটি পুলিশ বাহিনি তৈরি হয়েছে, তাদের বিধি, আগল আরও শক্ত করা দরকার কেউ বলেছেন? একটা চোখে চোখ রাখনেওয়ালা মিডিয়া? কেউ নয়। একজনও নয়, কিন্তু আজ সেই সিভিক পুলিশ সেই সিভিক ভলান্টিয়ার নাকি ফ্রাঙ্কেস্টাইন, একদিনে? ওই রাতেই? ও কেন পুলিশ ব্যারাকে থাকত? ও কেন পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরত? ওর পাস্ট রেকর্ড কেন দেখা হয়নি? চিৎকার করে এই প্রশ্ন করছেন আর প্রত্যেকটা প্রশ্নের পরে অভিঘাত বাড়ানোর জন্য ঢ্যাং করে বাজনা বাজছে। গুরুত্ব বাড়ানোর ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিন্তু এতদিন বাজেনি, ৯ তারিখে ভোরে কিছু না ঘটলে, বা যদি এক ক্যানিং থেকে আসা পেশেন্ট পার্টির সঙ্গে ঘটলে, আমরা এসব প্রশ্নও শুনতে পেতাম না, সন্দীপ আবার আগামী বছর কান এঁটো করা হাসিমুখ নিয়ে স্টেজে উঠে করতালির মধ্যেই পুরস্কার নিতেন, তারপর প্রাইভেট পার্টিতে থাকত স্বাস্থ্য ব্যবসায়ীরা, পরিচিত চ্যানেল হেড, সংবাদপত্রের মাথারা। আইপিএস, আইএএস আমলারা যাদের অনেকে এখন বলছে জানিস তো সন্দীপ না…।
প্রতি ১৫ মিনিটে একটা করে ধর্ষণ হয়, সেই দিন যেদিন থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে, সেই দিন থেকে এই সময় অবধি হাজারখানা ধর্ষণ ঘটে গেছে, হ্যাঁ আপনি যখন রিক্লেইম দ্য নাইটের স্লোগান দিচ্ছেন, তখনও ঘটছে। আপনার পাশে যে চলচ্চিত্র পরিচালক হাঁটছেন তাঁর বিরুদ্ধে আছে তো শ্লীলতাহানির অভিযোগ, যে বিজেপির মহান বুদ্ধিজীবী হাঁটছেন তাঁর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এই বাংলার যে সব প্রাক্তন সাংসদ গলা ফাটাচ্ছেন, তাঁর পুত্রের খবর নিন নরেন্দ্রপুরের আবাসনে গিয়ে। দেশের সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের মধ্যে বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের, ধর্ষণের অভিযোগ রয়েছে, হ্যাঁ আমি এলেবেলে কারোর কথা বলছি না, জনপ্রতিনিধিদের কথা বলছি, সেই দল এখন রাস্তায়, প্রতিবাদে। এসব হঠাৎ আসবে, জানিস তো… ততদিন আমাদের কী আর কাজ, এসব থামলে পুজোর বেড়ানোর প্রস্তুতি। হ্যাঁ, চারদিকেই ঘরছে হায়নারা, ঘুরছে শকুনেরা কেউ টাই পরে, কেউ গগলস, কারও গায়ে ফরাসি পারফিউম কেউ বা সিঙ্গল মল্ট ছাড়া সন্ধেয় বসে না। আর আপাতত ১৩ দিন হয়ে গেল, ১২-১৩ ঘণ্টা সিবিআই-এর সামনে, জেরা হচ্ছে, বাড়িতে রেইড হচ্ছে, ব্যাড লাক, উনি ধরা খেয়েছেন, বাকিরা ঘুরছে। আলেকজান্ডার দ্য গ্রেট আর নেবুচাদনেজার আওড়াতে পারেন, সুললিত বাংলা আর ইংরিজিতে কথা বলেন, এখনও বাইরে, আবার কিছুদিন পরে এঁদেরই একজন হয়ে উঠবেন গণশত্রু, আমরা আবার নামব রাজপথে। এটা হল প্রেসার কুকারের সেফটি ভালভ, প্রেসার বেরিয়ে যাবে, সিটি বাজবে, আবার উদয় হবে ছাত্র সমাজ, আবার উদয় হবে অন্য কোনও সনাতনি গোষ্ঠী, আবার শহর জুড়ে ক্যাওস, তার কোনও কোণে পড়ে রইল সেই তিলোত্তমার হা-হুতাশ তার খবর কে করে, যে যার আখের গুছিয়ে নতুন শিকারের খোঁজে। সমাজ নয় তো, ক্রমশ ভাগাড় হয়ে উঠছে, উপরে শকুন উড়ছে, গোল করে ঘুরছে, নীচে তিলোত্তমার মৃতদেহ।