Thursday, August 28, 2025
HomeScrollশিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন স্কুলে না আসার অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন স্কুলে না আসার অভিযোগ

বাঁকুড়া: স্কুল আছে, আছে ছাত্রছাত্রীও। কিন্তু স্কুলের দুই শিক্ষকের অবহেলায় স্কুলের পঠনপাঠন উঠেছে শিকেয়। স্কুল ঘেরাও করে বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের। একাধিক অজুহাত সামনে আনলেন দুই শিক্ষক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ১ নং ব্লকের (Bankura Block 1) ছাতারডিহি প্রাথমিক বিদ্যালয়ের।

স্কুলের দুই শিক্ষকের অনিয়মিত স্কুলে আসা সহ নানান অভিযোগ তুলে দুই শিক্ষকের বিরুদ্ধে সরব হলেন এলাকার অভিভাবকরা। স্কুল ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। অভিযোগ আসতেই সংবাদমাধ্যমের সামনে নানান অজুহাত দেখালেন দুই শিক্ষক। বাঁকুড়ার ১ নং ব্লকের ছাতারডিহি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রায় ৫০ জন। রয়েছেন দুই শিক্ষক। স্কুল আছে, আছে ছাত্রছাত্রী। কিন্তু পঠনপাঠন নিয়ে শিক্ষকের বিরুদ্ধে উঠল নানান অভিযোগ।

আরও পড়ুন: প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পঞ্চায়েত সদস্য

মঙ্গলবার স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের দুই শিক্ষক কোনও দিনও সময়ে স্কুল আসেন না। স্কুল এলেও স্কুলে পঠনপাঠন না করে শুধু মিড ডে মিলের খাবার খাইয়ে ছুটি দিয়ে দেন। আবার কোনও কোনও দিন স্কুলের শিক্ষক স্কুলেই আসেন না। এর ফলে স্কুল বন্ধও থেকে যায়। দুই শিক্ষকের বিরুদ্ধে এমন নানান অভিযোগ তুলে শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষন এলাকাবাসীর।

স্কুলে অনিয়মিত শিক্ষকদের আসা যাওয়া পঠন পাঠন না হওয়াতে স্কুলেও আসতে চায় না ছাত্রছাত্রীরা, এমন অভিযোগও তুললেন এলাকার মানুষজন। এদিন বিক্ষোভ দেখানোর দিনেও দেখা গেল দুই শিক্ষক স্কুল শুরুর অনেক পরেই স্কুলে এসে হাজির হন। এলাকার মানুষের অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই দুই শিক্ষক নানান অজুহাতকে সামনে আনলেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News