Thursday, August 28, 2025
HomeScrollসবুজ গাউনে ফুরফুরে সাজে শ্রাবন্তী

সবুজ গাউনে ফুরফুরে সাজে শ্রাবন্তী

কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মুগ্ধ করে। গালে টোল, গজদন্ত আর মিষ্টি হাসি স্টাইল সিগনেচার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee Styles)। এপার-ওপার বাংলাতে তুমল জনপ্রিয় তিনি। মিষ্টি হাসির জন্যই শ্রাবন্তীর প্রেমে পড়েন তাঁর পুরুষ ফ্যানেরা। বর্তমানে অভিনেত্রীর মন দিয়েছেন ফোটোশ্যুট। মেদহীন শরীরে ছবি দিয়ে তাক লাগালেন শ্রাবন্তী। অভিনেত্রীর সেই ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর ফ্যানেরা।

নিজের অভিনয় দক্ষতার গুণে অনেক আগেই স্থায়ী জায়গা করে নিয়েছেন দর্শকমনে। বোল্ড পশ্চিমী পোশাকেও তাক লাগান শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবার শাড়িতেও অপরূপা তিনি। শ্রাবন্তীর চেহারায় বাঙালিয়ানার ছাপ স্পষ্ট। চেহারার প্রতিটি কার্ভ, কোমে অল্প মেদ সৌন্দর্যকে যেন দ্বিগুণ করে দিয়েছে। যদিও তাঁর শরীরে মেদ নেই বললেই চলে। শরীরচর্চা আর কঠোর ডায়েটে মেদকে বিদায় জানিয়েছেন। মেদহীন শরীরে ছবি দিয়ে নেট কাঁপালেন অভিনেত্রী। সেই সব ছবিতে দেখা গিয়েছে সবুজ স্টাইলে গাউনে অভিনেত্রী ধরা দিয়েছেন। পোশাকের সঙ্গে মেকআপও খুব মানানসই। চোখে মন মাতাল করা দৃষ্টি। তা দেখে । প্রবল গরমে এমন ফুলস্লিভ পোশাকেও যে ফুরফুরে থাকা যায় তা দেখিয়ে দিয়েছেন শ্রাবন্তী। গরমের দিনে যে কোনও পার্টিতে এমন পোশাকে যেতে পারেন আপনিও।’

আরও পড়ুন: সেক্সিয়েস্ট’ ইশার শরীরী নেশায় বুঁদ শহরবারবাসী

 অন্য খবর দেখুন

Read More

Latest News