Monday, September 1, 2025
HomeScrollকর্মক্ষেত্রে উন্নতির যোগ, অর্থভাগ্যও নজরকাড়া এই রাশির জাতকদের

কর্মক্ষেত্রে উন্নতির যোগ, অর্থভাগ্যও নজরকাড়া এই রাশির জাতকদের

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: আজ চন্দ্রের প্রবেশ বৃশ্চিক রাশিতে (Aajker Rashifal)। বুধের অবস্থান সিংহ রাশিতে। এই দিন ত্রিগ্রহ যোগ ও দ্বিদ্বাশ–যোগের প্রভাবে বিশেষ কিছু রাশিকে বিশেষ সুফল আনতে পারে (Horoscope Today)।

মেষ, বৃষ, মিথুন: এই রাশির জাতকদের জন্য দিনটি শুভ—অর্থনৈতিক উন্নতি ও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
সিংহ ও কন্যা: সিংহ ও কন্যা রাশির জাতক কাজে অগ্রগতি ও নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন।
তুলা: তুলা রাশির জাতকদের ব্যবসা-মুখী ক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে—পুরনো প্রকল্প শুরু করতে পারেন।
বৃশ্চিক, ধনু, মীন:  বৃশ্চিক, ধনু, মীন রাশির জাতকদের আকস্মিক লাভ, সম্পর্ক উন্নয়ন ও প্রেমজ জীবন অগ্রগতিতে থাকতে পারে।

আরও পড়ুন: বছরের শেষ সূর্যগ্রহণ সেপ্টেম্বরেই, ঝুঁকিতে এই তিন রাশি

মকর ও কুম্ভ: এই রাশির জাতকদের ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্ত নিতে সতর্ক থাকতে হবেে
কর্কট: কর্কট রাশির জাতকদের পড়াশোনা, কাজ ও আর্থিক চুক্তিতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সিংহ: সিংহ বাদে কিছু রাশি—বিশেষ করে বৃশ্চিক, ধনু ও কর্কট—এদের জন্য দিনটি ঝুঁকিপূর্ণ হতে পারে।  সজাগ থাকা প্রয়োজন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News