নয়াদিল্লি: ২০০টিরও বেশি বিদেশি অ্যাপ (Foreign Apps) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। অবিলম্বে ও জরুরি ভিত্তিতে (Urgent and Emergency Bacis) এই অ্যাপগুলি নিষিদ্ধ এবং ব্লক করার প্রক্রিয়া (Ban and Block Process) শুরু করেছে কেন্দ্র। এই সবকটি অ্যাপের সঙ্গে চীনা যোগ (Chinese Links) রয়েছে। রবিবার সরকারের শীর্ষ আধিকারিক (Top Government Officials) সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, ১৩৮ বেটিং অ্যাপ (Betting Apps) এবং ৯৪টি ঋণপ্রদানকারী অ্যাপ (Loan Lending Apps) সম্পর্কে ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology - MeitY)-কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs - MHA) অবগত করে সুপারিশ (Recomend) করেছিল, এই ২৩২টি অ্যাপকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যান ও ব্লক করতে। তার পরই এই সিদ্ধান্ত নিয়েছে ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক।
আরও পড়ুন: Extramarital Love: পরকীয়া সম্পর্কে মানসিক চাপ সইতে না পেরে আত্মঘাতী গৃহবধূ
সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক চলতি সপ্তাহেই ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রককে ২৩২টি অ্যাপকে নিষিদ্ধ ও ব্লক করার বিষয়ে সুপারিশ জানায়, তারপর যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে। চটজলদি সিদ্ধান্ত নয়, অ্যাপগুলির সঙ্গে চীনের যোগ রয়েছে, সেসম্পর্কে নিশ্চিত (Confirmation) হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের তথ্য-প্রযুক্তি আইনের ধারা ৬৯ লঙ্ঘন করেছে (Violation of Section 69 of IT Act) এই অ্যাপগুলি। অভিযোগ হল, ভারতের সার্বোভৌমত্ব ও অখণ্ডতার (Sovereignty and Integrity of India) জন্য ক্ষতিকারক কন্টেন্ট (Prejudicial Content) রয়েছে সংশ্লিষ্ট অ্যাপগুলিতে। সেই কারণে ব্যান ও ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে।
ওই ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি লোন লেন্ডিং অ্যাপের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সাধারণ মানুষের অভিযোগ (Complaint), বিভিন্ন সংস্থা ও ব্যক্তি (Company and Person) পরিচালিত এই অ্যাপগুলি প্রথমে স্বল্প পরিমাণ অর্থ ঋণ হিসেবে দেয়, তারপর বিভিন্ন কৌশলে জোর করে তা আদায় করে (Extortion)। ঋণ নেওয়ার পর তা শোধ করতে গিয়ে হয়রানির (Harassment) শিকার হতে হচ্ছে ঋণগ্রহণকারীদের। অবশ্যই ঋণ শোধ করার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ সুদের অঙ্কও মেটাতে ঋণগ্রহণকারীদের।
সরকারি সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছে, এই সব অ্যাপগুলি চীনা নাগরিকদেরই মস্তিকপ্রসূত পরিকল্পনার ফসল (Brainchild of Chinese Nationals)। অ্যাপগুলি তাদের কাজ চালানোর জন্য ভারতীয় নাগরিকদেরকেই (Indian Nationals) নিয়োগ করে এবং তাদেরকে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর পদে বসিয়ে অর্থ আদায় করে কাজে লাগানো হয়। প্রথমে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ঋণ দেওয়া হয়, তারপর নানান কৌশলে ঋণের অর্থ আদায় করা হয় সুদ সহ (Interest)। সময় মতো ঋণ শোধ করতে না পারলে অশ্লীল মেসেজ (Lewd Messages) পাঠানোর পাশাপাশি হুমকি দেওয়া মরফ করা ছবি (Morphed Photos) বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। বেছে নেওয়া হয় ঋণগ্রহণকারীদের হেনস্তা করার জন্য নানা অনৈতিক উপায়। হয়রানির শিকার হয়ে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন। তদন্তে জানা গিয়েছে, এই কৌশলে চীনা অ্যাপগুলি বছরে সম্মিলিতভাবে ৩০০০ শতাংশ পর্যন্ত সুদ আদায় করে ঋণগ্রহণকারীর থেকে।
আরও পড়ুন: American Airlines: নিন্দনীয় ঘটনা, ক্যানসার রোগীকে বিমান থেকে নামিয়ে দিল আমেরিকান এয়ারলাইনস
সম্প্রতি ঋণ শোধ করতে না পেরে কিংবা বেটিং অ্যাপে টাকা খুইয়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গনায় (Andhra Pradesh and Telangana)। এরপরই তেলঙ্গনা, ওড়িশা, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলি এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থারা (Central Intelligence Agencies) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নিতে বলে এই অ্যাপগুলির বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে তদন্তের পর যে তথ্য হাতে এসেছে, তারই ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক ইলেক্ট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রককে সুপারিশ করেছে ২৩২টি অ্যাপকে ব্যান ও ব্লক করার জন্য।
কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক গত ছয় মাস ধরে ২৮টি চীনা লোন লেন্ডিং অ্যাপের গতিবিধি বিশ্লেষণ (Analysis) করে জানতে পারে এই ধরনের ৯৪টি অ্যাপ ই-স্টোরে (e-Store) উপলব্ধ রয়েছে এবং বাকিগুলি থার্ডপার্টি লিঙ্ক (Third Party Link) মারফৎ কর্মকাণ্ড চালাচ্ছে। এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলি স্মার্টফোনে ডাউনলোড করার জন্য সরাসরি উপলব্ধ নেই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লিঙ্ক (Independent Links) কিংবা সংশ্লিষ্ট ওয়েবসাইট (Website) থেকে ডাউনলোড (Download) করা যায়।
উল্লেখ্য, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting - MIB) থেকে অ্যাডভাইজরি জারি করা বলা হয়েছে, যেহেতু দেশের বেশিরভাগ অংশে বেটিং ও জুয়া (Betting And Gambling) বেআইনি, তাই উপভোক্তা সুরক্ষা আইন ২০১৯ (Consumer Protection Act 2019) , কেবল টিভি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ আইন ১৯৯৫ (Cable TV Network Regulation Act 1995) এবং তথ্য-প্রযুক্তি আইন ২০২১ (IT Rules 2021) অনুসারে এই ধরনের অ্যাপ ও তাদের বিজ্ঞাপনও বেআইনি।
শেয়ার করুন