1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ChatGPT | অ্যাপেলে ব্যবহার করা যাবে না চ্যাটজিপিটি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রচনা মণ্ডল
  • Update Time : 21-05-2023, 8:47 am

বর্তমানে সবচেয়ে আলোচিত শব্দ চ্যাটজিপিটি (ChatGPT)। আধুনিক প্রযুক্তির দুনিয়ায় একটা একদা মাত্রা এই দিয়েছে এই চ্যাটজিপিটি। বহু জায়গায় যেমন উপকার হয়েছে, তেমন অনেকে মানুষের গলার কাঁটাও। এই চ্যাটজিপিটির কারণে সংকটের মুখে হাজার হাজার মানুষের চাকরি। তার মধ্যে রয়েছে শিক্ষক, লেখক, গণমাধ্যম।  

এই আলোচনার মাঝেই ইউরোপের দেশ ইতালিতে ব্যান করল জনপ্রিয় এই চ্যাটবটটি। অর্থাৎ চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ ইতালিতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপেল তার কর্মীদের জন্য নিষিদ্ধ করল এই চ্যাটবট ব্যবহার। শুধু চ্যাটজিপিটি না, এছাড়াও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না তারা। এমন সিদ্ধান্তে অনেকেই বেশ ভাবনায় পড়েছেন।

আরও পড়ুন: Ayushmann Father Passes Away | বন্ধু এবং বাবাকে একসঙ্গে হারালেন আয়ুষ্মান-অপারশক্তির

চ্যাটজিপিটিতে যুক্ত হয়েছে ইনকগনিটো মোড। ফলে আইওএস ব্যবহারকারী ভয়েস আসিস্ট্যান্ড ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটিতে। আর এই টুলের সংযোগের কারণেই অ্যাপেলের আশঙ্কা এআই টুলের মাধ্যমে তাদের গোপনীয়তা ফাঁস হতে পারে। তাই চ্যাটজিপিটি ব্যবহার না করার জন্য কর্মীদের পরামর্শ দিয়েছে অ্যাপল।

তবে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনআই বলছে, চ্যাটজিপিটিতে ইনকগনিটো মোড চালু করা হয়েছে। এ মোড ব্যবহার করার ফলে ব্যবহারকারীর কথোপকথনের ইতিহাস সংরক্ষিত হবে না। এছাড়া চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর হিস্ট্রি দেখা যেত। ওপেনআইয়ের দাবি, চ্যাটজিপিটি ব্যবহারকারীর হিস্ট্রি মাত্র ৩০ দিনের জন্য জমা রাখে। পরে সেটা পুরোপুরি ভাবে মুছে ফেলার জন্য বিবেচনায় করতে দেয়। 

Tags : চ্যাটজিপিটি অ্যাপেল Chatgpt Appel Ban Chatbt

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.