জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা হিরো মোটরস। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ই-স্কুটার আনে সংস্থাটি। বাজারে এসেই বিশ্বরেকর্ড গড়লো হিরো ভিডা ভি১ বৈদ্যুতিক স্কুটার। স্কুটারটি ২৪ ঘণ্টা নন-স্টপ চলার পর ১৭৮০ কিলোমিটার পথ অতিক্রম করে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছে, এটিই এখন পর্যন্ত একমাত্র ইলেকট্রিক স্কুটার, যেটি ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক দূরত্ব হল ১৭৮০ কিলোমিটার অতিক্রান্ত করেছে। এর আগে সর্বাধিক ৩৫০ কিলোমিটার চলার নজির দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল একটি বিদ্যুচ্চালিত স্কুটার। সেই সব কিছুকে ছাপিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠলো হিরো মটোক্রোপ এর ভিডা ভি১।
আরও পড়ুন: Darjeeling | গরমে হাঁসফাঁস! বেলতারের জলে নেমে গা ভিজিয়ে রাখুন
গত ২০ এপ্রিল রেকর্ডটি তৈরি করে ছয় জনের একটি চালকের দল। সেদিন তারা সকাল ৬টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে ভিডা ভি১ রাইড করতে একটি রিলে ফর্ম্যাটে যাচ্ছিলেন। এরপর দিন অর্থাৎ ২১ এপ্রিল ঠিক রাত ২টায় আগের স্কুটারে গড়া রেকর্ডটি ভেঙে দেন এবং সেদিন সকাল ৬টা ৪৫ মিনিটে ফাইনাল ল্যাপটি সম্পন্ন হয়। ব্যাটারি সোয়্যাপের জন্য মাত্র ২০ সেকেন্ড কয়েক বার ব্রেক নেওয়া হয়।
শেয়ার করুন