Placeholder canvas

Placeholder canvas
HomeফিচারRepublic day farmers protest: ২৬শের সেই কৃষক-প্রতিবাদ ধরন নিয়ে আজও আজ উঠছে...

Republic day farmers protest: ২৬শের সেই কৃষক-প্রতিবাদ ধরন নিয়ে আজও আজ উঠছে প্রশ্ন

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  ২০২১ সাধারণতন্ত্র দিবস, একদিকে প্রতি বছরের মতো কুচকাওয়াজ চলছে দেশের প্রাণ কেন্দ্রে । অন্য দিকে সেই প্রাণ কেন্দ্র দিল্লিতেই একত্রিত হয়েছেন  লাখো লাখো অন্নদাতা । তাঁদের দাবি, তিনটি কালো কৃষি  আইন বাতিল করতে হবে (farmers protest delhi tractor rally)। পঞ্জাব-হরিয়ানা-সহ দেশের আরও ৫ রাজ্য থেকে দিল্লির দিকে অগ্রসর হচ্ছে সহস্র ট্রাক্টর (delhi farmers protest)। আজ দাবি আদায়ের জন্য পথে নেমেছেন তাঁরা। শান্তিতে ট্রাক্টর মিছিলের আহ্বান জানিয়েছিলে (republic day farmers protest)। কুচকাওয়াজ শেষ হওয়ার পর শুরু হবে দিল্লির রাস্তায় আর এক কুচকাওয়াজ । যেখানে কোনও সেনা দল তাদের সামরিক শক্তি প্রদর্শন করবে না । বরং, দেশ সাক্ষী হবে খেটে খাওয়া মানুষের আন্দোলনের (farmers protest india)।

কৃষি আইন প্রত্যাহার নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে দিল্লির রাস্তায় অবস্থান-বিক্ষোভ করছিলেন বিভিন্ন প্রান্তের কৃষকেরা । নিজেদের দাবি আদায় করতে বাড়ি ঘর ছেড়ে মাসের পর মাস কাটান রাস্তায় । প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক চাপ কিছুই টলাতে পারেনি সংগ্রামী কৃষকদের । অন্নদাতাদের কখনও খালিস্তানি কখনও পাকিস্তানের সঙ্গী বলে উল্লেখ করে দেশের ক্ষমতায় থাকা নেতারা । শুধু সেখানেই থেমে থাকেননি তাঁরা । কৃষক আন্দোলনকে প্রতিহত করার জন্য বিজেপি নেতারা তাঁদের সঙ্গে কখনও মাওবাদী যোগ তৈরি করেছেন, কখনও বা চিনের দালাল বলেছেন । যখন কিছুতেই কাজ হচ্ছে না, তখন নাগরিকত্ব আইনের বিরোধিতাকারীদের মতো দেশের কৃষকদের ও টুকরে টুকরে গ্যাং বলেও উল্লেখ করা হয়েছিল ।

২০২১, ২৬ জানুয়ারি ।  সকাল ১১টার ।  সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে বিদ্রোহের আগুন । হাজার হাজার কৃষক তাদের ট্রাক্টর এগোতে শুরু করেন । নির্ধারিত রাস্তা ধরেই এগোচ্ছিল ট্রাক্টর। শুরু হল পুলিসের আক্রমণ। বাধা দিল কৃষকদের।  শুরু হল কাঁদানে গ্যাসের শেল ফাটানো । কিন্তু, লাভ তেমন হল না । লালকেল্লার দিকে এগিয়ে চলল ট্রাক্টরগুলো । লালকেল্লার উপর পতাকা ওড়ালেন বিক্ষুব্ধ কৃষকরা । আন্দোলন-প্রতিবাদ-বিক্ষোভে তপ্ত হয়ে উঠল রাজপথ ।

গত এক বছরে দিল্লির আকাশে অনেক মেঘ জমেছে । মেঘ কেটেছে । আবার জমেছে । চাপে পড়ে বাধ্য হয় কৃষি আইন বাতিল করেছে কেন্দ্রীয় সরকার । আজ সেই ২৬ জানুয়ারি । শীত মাখা রাজপথ আজ শান্ত । কৃষকরা শান্ত । নিজ ঘরে বিশ্রাম নিচ্ছেন । তাঁদের আন্দোলন-প্রতিবাদ দেশের ইতিহাসে তাঁদের প্রতিবাদ লেখা থাকল । মুষ্টিবদ্ধ আন্দোলন ।

চোখের সামনে বদলে গেল সময় । বদলে গেল বছর । লেখা হয়ে থাকল কৃষক আন্দোলনের নয়া ইতিহাস । ৭৩ বছর আগে ইংরেজদের প্রজা থেকে মুক্তি পাওয়া ভারতের ২০২২-এর সাধারণন্ত্র দিবসে যেন নতুন সূর্য উঠল…

কথায় বলে যার শেষ ভাল, তার সব ভাল । গত বছর ২৬ জানুয়ারি কৃষকদের যে আন্দোলনের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছিল, কৃষি আইন বাতিলের পর সেই অভিযোগ কি আজ কেউ মনে রাখলেন… প্রশ্নটা থেকেই গেল ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments