কলকাতা টিভি ওয়েব ডেস্ক: টেসলা মোটর সংস্থার সিইও এলোন মাস্ক (Elon Musk) যোগ দিচ্ছেন সোশাল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারে (Twitter's board )। অন্যতম বোর্ড অফ ডিরেক্টর হিসেবে সংস্থায় যোগ দিচ্ছেন এলোন মাস্ক। টুইটাররের সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal) টুইট করে এলোনকে স্বাগত জানিয়েছেন। সোমবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের ৯ শতাংশ শেয়ার কিনে নেয় টেসলা মোটরের সিইও এলোন মাস্ক।
টুইটার হ্যান্ডলে ফলোয়ারের সংখ্যা ৮ কোটি ৫০ লক্ষ। ফলো করেন মাত্র ১১২ জনকে। শেষ পোস্ট ভারতীয় সময় ৫ এপ্রিল ভোর ৬টা ১৮ মিনিট। ভোটাভুটি চেয়ে একটি পোল পোস্ট করেছেন। ডু য়্যু ওয়ান্ট অ্যান এডিট বাটন? আপনারা কি পোস্টে এডিট বাটন চাইছেন? সোশাল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটার ব্যবহারকারীরা জানেন, একবার পোস্ট হলে তা আর সম্পাদনা করার উপায় থাকে না। এলোন মাস্ক টুইটার সংস্থায় যোগ দিয়েই কি এই পরিবর্তন আনতে চলেছেন? ইঙ্গিত সে দিকেই।
টুইটার জানিয়েছে, কোটিপতি মাস্কের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। তখনই ঠিক হয়ে যায় টেসলা সিইও এলোন মাস্ক টুইটার বোর্ডে যোগ দিচ্ছেন। তারপর মঙ্গলবার পরাগ আগরওয়ালের টুইট। তবে মাস্ক একজন স্বতন্ত্র পেশাদার হিসেবে বা কোনও সংস্থার প্রতিনিধি হিসেবে ১৪.৯ শতাংশের বেশি শেয়ার কেনার অনুমতি পাননি।
আরও পড়ুন- Instagram& Facebook: জানেন কি চাইলেই ডিলিঙ্ক করা যায় ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?
টুইটার সিইও পরাগ আগরওয়ালের পোস্টে স্পষ্ট একজন পেশাদার হিসেবে মাস্ককে তাঁর সংস্থা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এলোন মাস্কের যোগদান টুইটারকে সমৃদ্ধ করবে বলেই মনে করছেন পরাগ।
শেয়ার করুন