skip to content
Wednesday, October 9, 2024
HomeআজকেAajke | মুখ্যমন্ত্রী কোন ভাষায় চিঠি দিলে আলোচনা টেবিলে আসবেন, ডাক্তারবাবুরা?
Aajke

Aajke | মুখ্যমন্ত্রী কোন ভাষায় চিঠি দিলে আলোচনা টেবিলে আসবেন, ডাক্তারবাবুরা?

ডাক্তারবাবুরা এলেন না, মুখ্যমন্ত্রী অপেক্ষার পরে বেরিয়ে গেলেন

Follow Us :

Dear Sir, Reference ongoing agitation. Your small delegation (max 10 persons) may visit Nabanna now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. with regards Yours sincerely Narayan Nigam. Principal Secretary, Health. এই ইমেলটা গতকাল সন্ধে ৬:১০-এ পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে। ফোনে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী তাঁদের জন্য অপেক্ষা করছেন, আলোচনার জন্য এক পা এগিয়েছিল রাজ্য সরকার। সাড়ে সাতটা পর্যন্ত বসেছিলেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। শেষে কোনও সাড়া না আসায়, তিনি বাড়ি ফিরে যান। যাওয়ার আগেও সরকারের মন্ত্রীদের বলেছেন আরজি কর নিয়ে কোনও কথা না বলতে, কেবল রাজ্য সরকারের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে এই বৈঠকে জুনিয়র ডাক্তারবাবুরা আসেননি, মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরেছেন। জুনিয়র ডাক্তারেরা কী বললেন? এই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা প্রত্যাখ্যান করেছেন। ছাত্ররা বলেছেন, ক) নবান্ন থেকে সরকারি কোনও মেল তাঁরা পাননি, পেয়েছেন স্বাস্থ্যসচিবের কাছ থেকে একটি মেল। দুটোর মধ্যে কী তফাত ব্যাখ্যা করেননি। খ) সরকারের আলোচনায় বসার ইচ্ছে থাকলে অনেক নমনীয় এবং সংবেদনশীলভাবে সরকার জানাতে পারত। কিন্তু সেই জায়গাটা রাখা হয়নি। গ) এটা কোনও সদর্থক বার্তা নয়। ঘ) আলোচনার পথ ওঁরা খোলা রাখতে চান, কিন্তু স্বাস্থ্যসচিবের কাছ থেকে যেভাবে মেল এসেছে সেটা অপমানজনক। ঙ) স্যর সম্বোধনটা ঠিক নয়, স্যর এবং ম্যাডাম করা উচিত। চ) আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু সঙ্গে পাঁচটা দাবি আছে। আজ সেটাই বিষয় আজকে, মুখ্যমন্ত্রী কোন ভাষায় চিঠি দিলে আলোচনা টেবিলে আসবেন, ডাক্তারবাবুরা?

ডাক্তারবাবুরা এলেন না, মুখ্যমন্ত্রী অপেক্ষার পরে বেরিয়ে গেলেন, এদিকে ডাক্তারবাবুরা জানিয়েছেন তাঁদের ছ’ দফা দাবি আছে, আসুন দেখে নিই সেই ছ’ দফা দাবিগুলো কী কী? প্রথম দাবি, আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই তদন্ত করছে সিবিআই, দেখরেখ করছে সুপ্রিম কোর্ট, বিচার হবে শিয়ালদহ সাবজুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে। হাজারটা বৈঠকে বসলেও রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই প্রথম দফার দাবি নিয়ে কিছুই বলতে পারবেন না।

আরও পড়ুন: Aajke | তিলোত্তমার মা, কোন্নগরের মা

দ্বিতীয় দাবি, তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। এটাও সুপ্রিম কোর্ট আর সিবিআই-এর ব্যাপার, মুখ্যমন্ত্রীর কিছু করার আছে কি? তৃতীয় দাবি, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ‘ব্যর্থ প্রমাণিত’ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। সুপ্রিম কোর্টে ব্যর্থ প্রমাণিত হয়েছেন? সেরকম এক কুঁচো কাগজও কি আছে? সুপ্রিম কোর্টে ব্যর্থ প্রমাণিত হলে তো এমনিতেই উনি চাকরিই খোয়াবেন, তাই না? চতুর্থ দাবি, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এটা নিশ্চয়ই যুক্তিযুক্ত দাবি, কিন্তু এটাও তো এক সমীক্ষা, পরিকল্পনা আর প্রয়োগের ব্যাপার, কিন্তু হ্যাঁ, আলোচনা হতেই পারে। পঞ্চমত, রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। এও আলোচনার বিষয় এবং গণতন্ত্র তো ঝুপ করে কম্বলের মতো নামিয়ে আনা সম্ভব নয়। ছ’ নম্বর দাবি রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (ডিএইচএস) এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই)-র ইস্তফাও চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। এটা নিয়েও আলোচনা করা যেতেই পারে, কেন তাঁরা এই পদত্যাগ চাইছেন, তা নিয়ে আলোচনার পরে সিদ্ধান্ত নিতেই পারে রাজ্য সরকার। কিন্তু কোন এমন একটা দাবি আছে যা এই মুহূর্তেই পূরণ হচ্ছে না বলেই জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়েই যাচ্ছেন? এবং আলোচনার চিঠিতে কোন এমন কটু ভাষা আছে? কোন এমন অপমানজনক ভাষা আছে যা আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু ওনারা খুঁজে পেলেন? তাহলে কি এটা এক পূর্বনির্ধারিত সিদ্ধান্ত? আগে থেকেই ঠিক করা? আমরা আলোচনা করব না ব্যস, আমাদের আন্দোলন চালিয়ে যাব ব্যস? যদি তাই হয়ে থাকে তাহলে তা দুর্ভাগ্যজনক, যদি না হয়ে থাকে তাহলে আলোচনা শুরু হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেই আমরা মনে করি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই জুনিয়র ডাক্তাবাবুদের কি এখনই আলোচনায় বসা উচিত নয়? রাজ্য সরকারেরও কি আলোচনায় বসে একটা মীমাংসায় আসাটা উচিত নয়? শুনুন মানুষজন কী বলেছেন।

আন্দোলন প্রতিবাদের যে দাবি মানুষের সামনে আছে, মানুষ যে দাবির কথা বলছে, ওই ধর্ষণ, হত্যা, দুর্নীতির বিচার চাই, সেটাই যদি দাবি হয় তাহলে তা মেটানো সম্ভব, আলোচনার টেবিলেই তা মেটানো যায়। কিন্তু সামনে এক দাবি আর পিছনে যদি আলাদা উদ্দেশ্য থাকে, পেছনে ক্ষমতাদখলের ছক থাকে তাহলে আন্দোলন থামানোর ইচ্ছে তো কারওরই থাকবে না। আমাদের মনে হয়, জুনিয়র ডাক্তারদের আন্দোলন একেবারেই তাঁদের আন্দোলন, তাঁরা তাঁদের কলিগ বন্ধুকে হারিয়েছেন, তাঁরা ক্ষুব্ধ, মনে হয় একটু মন খুলে তাঁদের সঙ্গে কথা বলেই এই সমস্যার সমাধান সম্ভব।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hariyana | 'বাজি পল্টেগি' সমর্থকদের বিরাট বার্তা কংগ্রেস নেতা ভূপিন্দর হুডার
02:46:35
Video thumbnail
Jammu-Kashmir | জম্মু ও কাশ্মীরে ভোটের ফল নিয়েকী জানাল বিজেপি?দেখুন Live
46:00
Video thumbnail
Hariyana | 'হরিয়ানা এক হরিয়ানভি এক'
41:40
Video thumbnail
J&K Election Result LIVE | জম্মু ও কাশ্মীরে ভোটের ফল নিয়ে কী জানাল বিজেপি? দেখুন Live
55:39
Video thumbnail
Jammu & Kashmir | জম্মু ও কাশ্মীরে কোন অঙ্কে ইন্ডিয়া জোটের বাজিমাত? দেখুন এই ভিডিও
03:38:18
Video thumbnail
RG Kar | আরজি করে গণ ইস্তফা চিকিৎসকদের! কী করবে সরকার?
03:27:09
Video thumbnail
Weather | পঞ্চমীতেই শহর জুড়ে তুমুল বৃষ্টি, কী হবে ষষ্ঠীর সকালে?
03:46:25
Video thumbnail
Selja Kumari | হরিয়ানাতে সরকার গড়বে কংগ্রেস, জানিয়ে দিলেন কুমারী শেলজা
02:46:00
Video thumbnail
Cyclone | ৯৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিলটন কী হবে এবার?
01:39:46
Video thumbnail
Vinesh Phogat | অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ, ভোটে স্বপ্নপূরণ ভিনেশ ফোগাটের
02:23:50