কলকাতা: ফের শব্দদানবের বলি। জোরে বক্স বাজানোর প্রতিবাদ করায় এক যুবককে খুনের অভিযোগ। তা নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়ে বাইপাস (EM Bypass) সংলগ্ন চিংড়িঘাটা (Chingrighata) এলাকা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কলকাতার উপকণ্ঠে চিংড়িঘাটায় ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। বাসন্তী দেবী কলোনিতে ঘটেছে খুনের এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুজোর শোভাযাত্রায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে বচসা বাধে।
চিংড়িঘাটা এলাকায় জগদ্ধাত্রী পুজোর (Jagadhtri Puja) বিসর্জনকে কেন্দ্র করে বচসা বাধে দুই পক্ষের মধ্যে। ক্রমে তার উত্তাপ বাড়ে। রাগের মাথায় এক যুবকের গলায় কাঁচির কোপ বসিয়ে দেন অন্য জন। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। কাঁচির কোপে আরও এক জনের আঘাত লেগেছে বলে অভিযোগ। বিধাননগর পুলিশ (Bidhannagar Police) জানিয়েছে, মৃত যুবকের নাম সাহেব আলি সর্দার। তাঁকে খুনে অভিযুক্ত বিট্টু সর্দার।
আরও পড়ুন: দরজায় কড়া নাড়ছে শীত? নাকি নিম্নচাপ!
বিট্টুকে এখনও গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। অভিযোগ, এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। রবিবার সকাল থেকে বিট্টুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
অভিযোগ, শনিবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনি এলাকায়। সেখানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। জোরে গান চালানোর প্রতিবাদ করা হয়। তার জেরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবকেরা। কাঁচি নিয়ে সাহেবের দিকে তেড়ে যায় বিট্টু।
দেখুন অন্য খবর