গোন্ডা (উত্তরপ্রদেশ): মুমূর্ষু ভাইকে কিডনি দান (Kidney Donate) করায় প্রবাসী স্বামী হোয়াটস অ্যাপে (WhatsApp) তিন তালাক (Triple Talaq) দিলেন স্ত্রীকে। চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডায়। মহিলার নাম তারান্নুম।
তারান্নুমের স্বামী মহম্মদ রশিদ কাজের সূত্রে সৌদি আরবে থাকেন। নিজের বাড়ির লোকের মাধ্যমে স্ত্রীর কিডনি দানের কথা জানতে পেরে খেপে যান। স্ত্রী ও শ্বশুরবাড়ির কাছে ৪০ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু, স্ত্রী সেই টাকা দিতে অস্বীকার করায় হোয়াটস অ্যাপে তিন তালাক দেন।
আরও পড়ুন: সংসদে ধোঁয়া: প্রাক্তন পুলিশকর্তার ইঞ্জিনিয়ার ছেলে আটক
তারান্নুম ও রশিদের বিয়ে হয়েছে প্রায় ২০ বছর। কিন্তু কোনও সন্তান নেই। রশিদ পরে রোজগারের খোঁজে সৌদি আরবে কাজ নিয়ে চলে যান। তারান্নুমের অভিযোগ, রশিদ দ্বিতীয়বার বিয়ে করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারান্নুমের ভাই মহম্মদ শাকির কিডনির অসুখে ভুগছিলেন। মুম্বইতে তাঁর চিকিৎসা চলছে। ভাইয়ের জীবন বাঁচাতে তারান্নুম কয়েক মাস আগে ভাইকে কিডনি দান করেন। অস্ত্রোপচারের পর তিনি গোন্ডায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তখনই শ্বশুরবাড়ির লোকজন সৌদিতে তাঁর স্বামীকে খবর পাঠান। শোনার পর থেকে দুজনের মধ্যে ঝামেলা বাড়তে থাকে। অবশেষে হোয়াটস অ্যাপেই তারান্নুমকে তিন তালাক দেন রশিদ।
তার পর থেকে তারান্নুমকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি বাপেরবাড়িতে থাকতে শুরু করেন। পরে পুলিশে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলে তারা তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্য খবর দেখুন