কলকাতা: তিহার জেল থেকে ফিরলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সকাল ৫:২০ তে কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্দা মণ্ডল। রাজ্য পুলিশের নিরাপত্তায় বীরভূমের পথে রওনা হয় অনুব্রতর গাড়ি। প্রায় দু’বছর পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। চূড়ান্ত প্রস্তুতি বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে।
ইতিমধ্যেই কলকাতা থেকে বোলপুর এর উদ্দেশ্যে রওনা দিয়েছে অনুব্রত মণ্ডল। আর কিছুক্ষনের মধ্যেই বোলপুরে পৌঁছে যাবেন তিনি। শক্তিগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে।বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি। সেই সময় গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অনুব্রত জানান, পায়ে ও কোমরে ব্যথা রয়েছে। তিনি বললেন, “আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি।” সঙ্গে এ কথাও বললেন, “দিদির জন্য আছি, বরাবরই থাকব।”
আরও পড়ুন: ধনঞ্জয়ের বিচার চেয়ে পোস্টার পড়ল প্রেস ক্লাবে!
নেতাজি রোড অনুব্রত মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তার দুই ধারে তৃণমূলের দলীয় পতাকা। সাজিয়ে তোলা হচ্ছে অনুব্রত মন্ডলের বাড়ি। বাড়ির সামনে নিরাপত্তা কর্মী। আস্তে আস্তে আসা শুরু করেছে কেষ্ট অনুগামীরা। ইতিমধ্যেই কলকাতা থেকে বোলপুর এর উদ্দেশ্যে রওনা দিয়েছে অনুব্রত মণ্ডল। আর কিছুক্ষনের মধ্যেই বোলপুরে পৌঁছে যাবেন তিনি। এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই নিজ বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল।
অন্য খবর দেখুন