কলকাতা: আলিপুর আদালতে আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। আর জানা যাচ্ছে সেই চার্জশিটে নাম রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম।
উল্লেখ্য, ওয়াকিবহাল মহল সূত্রে আগে থেকেই অনুমান করা হয়েছিল চার্জশিটে নাম থাকতে পারে সন্দীপ ঘোষের। আর দেখা গেল ঠিক তেমনটাই। শুক্রবার সিবিআইয়ের পক্ষ থেকে আলিপুর আদালতে যেই চার্জশিট পেশ করা হয়েছে তাতে দেখা গেল সন্দীপ ঘোষ-সহ মোট পাঁচ জনের নাম রয়েছে।
আরও পড়ুন: ধান কেনায় দালাল চক্রের যোগ! জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কর্মরত অবস্থায় এক জুনিয়ার চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল হয় গোটা দেশ। ঘটনার তদন্ত প্রথমে থাকে কলকাতা পুলিশের হাতে, পরে তা হস্তান্তর হয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। প্রথমে এই ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর ধর্ষণ, খুন মামলায় গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। আর এই ঘটনায় এবার উঠে আসছে একের পর এক অভিযোগ।
সিবিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মামলায় বিভিন্ন রকমের তদন্ত করা হয়েছে। ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল, মেমরি কার্ড-সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ‘ক্লোনিং’ করা হয়েছে। সেই সবকিছুই ইতিমধ্যেই খতিয়ে দেখেছে সিবিআই।
সিবিআইয়ের পক্ষ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফাতার করা হয়েছে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরা। ধৃতদের মধ্যে বিপ্লবের সংস্থা নানা হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। আগেই তাঁর বাড়ি এবং সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই। অন্যদিকে সুমন হাজরার ওষুধের দোকানেও তল্লাশি অভিযান চালায় সিবিআই। অন্যদিকে আফসার ছিলেন সন্দীপের নিরাপত্তারক্ষী।
দেখুন অন্য খবর