কলকাতা: আরজি কর কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। প্রধান বিচারপতি টি এস শিভগননম (Chief Justice TS Shivagannam) কেশ ডায়রি খতিয়ে দেখে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরই শুরু হল সিবিআই তদন্ত। মঙ্গলবার আদালতে সিবিআইকে কেস ডায়ারি হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশ আগামিকাল অর্থাৎ বুধবার সকাল ১০টার মধ্যে এই মামলার সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করবে পুলিশ। ঘটনাস্থল থেকে যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কলকাতা পুলিশের কেস ডায়ারিতে সন্তুষ্ট নয় আদালত, তাই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন: হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব মহিলা কমিশনের
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত ডেড লাইন বেঁধে দিয়েছিলেন। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। মঙ্গলবার কেস ডায়ারি খতিয়ে দেখার পর কলকাতা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় আদালত। তারপরই এই মামলা কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করল আদালত। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহার নির্দেশ দিয়েছে আদালত। আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের নৃশংস ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তার প্রমাণ মেলেনি।
অন্য খবর দেখুন