কলকাতা: কলকাতা টিভির হাতে আরজি করের (RG Kar Incident) সিসিটিভি ফুটেজ (CCTV footage of RG Kar)। ওই ভিডিওয় অভিযুক্ত সঞ্জয় রায়কে স্পষ্ট দেখা গিয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার রাতে সঞ্জয়কে চারতলার সেমিনার রুমের দিকে যেতে দেখা যায়। অভিযুক্তের গলায় কালো হেডফোন রয়েছে তাও লক্ষ্য করা গিয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের হাতে একটি হেলমেটও ছিল। সঞ্জয় জিন্স এবং টি-শার্ট পরেছিল।
গত ৯ অগাস্ট অর্থাৎ ঘটনার রাত আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার প্রাকশ্যে। ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন৷
, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ অগাস্ট ভোর ৪.০৩ মিনিটের৷ ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় ঝুলছে হেডফোন, হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়৷ যে হেলমেট অভিযুক্ত হাতে রয়েছে সচরাচর সেটা পুলিশরা ব্যবহার করে থাকেন। তাঁর পরণে ছিল টিশার্ট ও জিন্স। ওই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: সিজিও-তে আন্দোলনকারীরা উত্তর পেলেন না, কর্মবিরতি চলবে
ঘটনার রাত ৩টে ৪২ মিনিটে অভিযুক্ত সঞ্জয় রায় হাসপাতালের গেট দিয়ে আরজি দিয়ে প্রবেশ করে। ৩টে ৪৮ মিনিটে অভিযুক্তকে এমার্জেন্সি বিভাগ এবং ভবনের র্যাম্পে প্রবেশ করতে দেখা গিয়েছে। ভোর ৪টে ৩ মিনিটে সঞ্জয়কে সেমিনার হল কাছে চার তলার করিডোরে দেখা গিয়েছে। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সেমিনাম রুমের দিকে যাওয়ার সময় সঞ্জয়ের গলায় হেডফোন ঝুলছিল৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার গলায় হেডফোন ছিল না৷ যা উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের দেহের পাশ থেকে৷ ওই হেডফোনই সঞ্জয়কে ধরিয়ে দিতে সাহায্য করেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়৷
দেখুন ভিডিও