Placeholder canvas
HomeBig newsশুক্রে ভোট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে

শুক্রে ভোট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে

Follow Us :

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2023) দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামিকাল, শুক্রবার। ৯০ সদস্যবিশিষ্ট ছত্তিশগড়ের (Chhattisgarh) বাকি ৭০টি আসনে এবং ২৩০ সদস্যের মধ্যপ্রদেশে (Madhya Pradesh) একদফায় ভোটগ্রহণ হবে কাল।

দুই রাজ্যেই প্রধান প্রতিপক্ষ দল হচ্ছে বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress)। একে অপরের কাছ থেকে রাজ্যের ক্ষমতা ছিনিয়ে নিতে প্রবল বিক্রমে আসরে নেমেছে। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে পরাস্ত করার বিষয়ে কংগ্রেস আশাবাদী। অন্যদিকে, ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখতে কোমর বেঁধে নেমেছে দেশের সুপ্রাচীন দল।

মধ্যপ্রদেশের নির্বাচনে ইন্ডিয়া জোট (INDIA Alliance) শরিকদের মনোমালিন্য প্রকাশ্যে এসে গিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আসন সমঝোতার বিষয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। শেষমেশ সপা মোট ৭১ জন প্রার্থী দিয়েছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও প্রার্থী দিয়েছে। প্রচারে তারা কংগ্রেসকেই দুষেছে। ইন্ডিয়ার শরিক জেডিইউ ১০টি কেন্দ্রে লড়ছে। অন্যদিকে, একা লড়ার সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি ১৮৩ কেন্দ্রে লড়াই করছে।

আরও পড়ুন: মানিকতলায় মৃত যুবকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল

সব মিলিয়ে শুক্রবার মধ্যপ্রদেশে ২৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন পুরুষ, ২ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৯৪৫ জন মহিলা ও ১৩৭৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ শুরু সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছেন। এই রাজ্যে ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শুক্রবারের পর ২৫ নভেম্বর ভোট হবে রাজস্থানে এবং ৩০ নভেম্বর তেলঙ্গানায়। ভোটের ফল ৩ ডিসেম্বর।

অন্য খবর দেখুন

Calcutta High Court | আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে আদালতের দ্বারস্থ পরিবার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments