কলকাতা: আরজি করের (R G Kar Hospital Incident) নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে কথা বললেন মমতা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এর আগে আরজি করের ঘটনার খবর পাওয়ার পরই মৃত চিকিৎসকের মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেন। অপরাধীর ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনিএই ঘটনাকে ‘ন্যক্কারজনক এবং অমানবিক’ বলেন। জানিয়েছিলেন, শাস্তি এত কঠোর দেওয়া হবে যাতে অন্য কেউ এই কাজ করতে দুবার বাবে। জানিয়েছেন, তিনি নিজের পরিবারের কাউ হারিয়েছেন বলে মনে হচ্ছে। সিবিআই তদন্তেও আপত্তি নেই বলে জানিয়ে ছিলেন মমতা। সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে। সোমবার দুপুর ১টা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়িতে যান মমতা।
আরও পড়ুন:আরজি কর কাণ্ড নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
আরজি করের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। শুরু হয়েছে তদন্তও। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হাসপাতালের চেস্ট ও মেডিসিন বিভাগের অধ্যক্ষ সন্দীপ ঘোষও এদিন পদত্যাগ করেন। এই কাণ্ডে মৃত চিকিৎসকের চার সহকর্মীকেও সমন পাঠিয়ে তবল করেছে লালবাজার। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার আইনজীবী ফিরোজ এডুলজি, তাপস ভঞ্জ, কৌস্তভ বাগচী, তরুণজ্যোতি তিওয়ারি আরজি কর-কাণ্ড নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
দেখুন ভিডিও