ছাতারপুর: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Madhya Pradesh Assembly Elections 2023) আগের রাতে রক্তপাত। ছাতারপুর (Chhatarpur) জেলার রাজনগর কেন্দ্রে কংগ্রেসের (Congress) বিধায়ক-প্রার্থী বিক্রম সিং নটী রাজাকে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তাতে বিধায়কের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। কংগ্রেস বিধায়ক এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
পুলিশ ও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতারা এলাকায় মদ ও টাকা বিলি করছে এমন অভিযোগ পেয়ে নটীরাজা ঘটনাস্থলে পৌঁছান। আকোনা এলাকার পাহাড়ি রানেফল রোডে তাঁর গাড়ি আটকায় বিজেপি কর্মীরা। তিনি কোথায় যাচ্ছেন, জানতে চায় তারা। তখনই বন্দুক উঁচিয়ে তাঁকে খুন করতে যায়। সেই সময় নেতাকে বাঁচাতে গাড়ির চালক এগিয়ে এলে সলমন খান নামে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র, কুড়ুল ও লাঠি দিয়ে বেদম মারা হয়। তারপরও ৬টি গুলি করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাড়ি চালকের।
আরও পড়ুন: মদ, টাকা ছড়িয়েছে বিজেপি, অভিযোগ কমলের
পরে থানায় গিয়ে বিজেপি প্রার্থী অরবিন্দ পাটরিয়া এবং তাঁর সঙ্গীসাথীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নটীরাজা। উল্লেখ্য, পাটরিয়া হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা খাজুরাহোর সাংসদ ভিডি শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ।
অন্য় খবর দেখুন