Tuesday, July 8, 2025
HomeBig newsকেজরিওয়াল হাজিরা এড়ালেন, এখন কী করতে পারে ইডি?

কেজরিওয়াল হাজিরা এড়ালেন, এখন কী করতে পারে ইডি?

Follow Us :

নয়াদিল্লি: একদিকে ‘টাকা নিয়ে প্রশ্ন’ (Cash for Query) করার অভিযোগে বৃহস্পতিবার এথিক্স কমিটির (Ethics Commitee) মুখোমুখি হতে চলেছেন তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)।

অন্যদিকে, দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Policy Case) মামলার তদন্তে ইডি (ED) দফতরে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (CM Arvind Kejriwal)। তবে, আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল ইডির তলবকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। এবং তিনি হাজিরা এড়িয়ে আজ ভোটমুখী মধ্যপ্রদেশে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভববন্ত মানের সঙ্গে এক রোড শোয়ে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

একইদিনে দুই দলের শীর্ষস্তরের দুই নেতা অভিযোগের মুখোমুখি হওয়ার কথা থাকায় বিদ্রুপ-বাণ হেনেছে বিজেপি। তারা বলেছে, মহুয়া এবং কেজরিওয়াল দুজনেই দুনম্বরি। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে এক্স বার্তায় লিখেছেন, দুজনেরই হাজিরা ২ তারিখে। দুজনেই দুনম্বরি। এদিকে, তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর সংসদীয় অ্যাকাউন্ট দুবাই থেকে ৪৯ বার খোলা হয়েছে। সেই সব অভিযোগ নিয়েই লোকসভার এথিক্স কমিটির সামনে আজ হাজিরা দিতে চলেছেন মহুয়া।

আরও পড়ুন: কেজরির হাজিরার দিনই আপ মন্ত্রীর বাড়িতে ইডি

অরবিন্দ কেজরিওয়াল হাজিরা সম্পর্কে ইডিকে লিখেছেন, এই নোটিস বিজেপির তরফে পাঠানো হয়েছে। আমি যাতে চার রাজ্যে ভোট প্রচারে না যেতে পারি, তারই একটা কারসাজি। এই মুহূর্তে ইডি-র তলবি নোটিস প্রত্যাহার করা উচিত।

এই অবস্থায় ইডি কী করতে পারে?

  • ইডি নতুন করে তলব করতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে।
  • একজন তিনবার ইডির সমন উপেক্ষা করতে পারে।
  • তিনবার হাজিরা এড়ানোর পর তদন্তকারী সংস্থা ওই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদালতের দ্বারস্থ হতে পারে।
  • আদালত নির্দেশ দিলে ওই ব্যক্তিকে নির্দিষ্ট দিন ও সময়ে হাজিরা দিতে হবে।
  • যদি তিনি তাও অগ্রাহ্য করেন, তাহলে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে।

কেজরিওয়ালের করণীয় কী আছে?

  • দিল্লির মুখ্যমন্ত্রী এখন সমনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন।
  • আগাম জামিনের আবেদন করতে পারেন।
RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39