নয়াদিল্লি: রাহুল গান্ধীর মতোই ৭ জানুয়ারির মধ্যে ‘ঘরছাড়া’ হতে চলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। আগামী রবিবারের মধ্যে মহুয়াকে রাজধানীস্থিত এমপিদের জন্য নির্ধারিত বাংলো ছেড়ে দিতে বলা হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু, বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়ে দেয়, তাঁকে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ এস্টেটের কাছে দরবার করতে হবে। এতে আদালতের কিছু করার নেই।
‘প্রশ্নের বদলে ঘুষ’ কাণ্ডে এথিক্স কমিটির সুপারিশে লোকসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়াকে। তারপরেই রাহুল গান্ধীর ঘটনার মতো সাংসদদের নির্ধারিত বাংলো ছাড়ার নোটিস পান মহুয়া। সেই নির্দেশকে বাতিল করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু, এদিন আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন: সততাই আমার শক্তি, ইডির তলব অবৈধ, দাবি কেজরির
ঘর বাঁচাতে এখন মহুয়াকে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে ৭ জানুয়ারির আগে আবেদন জানাতে হবে। আদালত কেন্দ্রকে মহুয়ার ঘর খালি করে দেওয়ার বিষয়টি আইন মতে করার নির্দেশ দিয়েছে। এরপর মহুয়ার আইনজীবী আবেদনটি প্রত্যাহারের কথা জানালে আদালত তা অনুমোদন করে।
উল্লেখ্য, কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং আবাসন মন্ত্রকের অধীন ডিরেক্টরেট অফ এস্টেট। এরাই কেন্দ্রীয় সরকারের আবাসন ও বাংলো দেখভাল করে। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ বলেন, কেউ অতিরিক্ত সময় থাকতে পারবেন কিনা তা কর্তৃপক্ষই ঠিক করবে।
অন্য খবর দেখুন