কলকাতা: রেশন দুর্নীতিতে (Ration Scam) প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) জামিনের বিরোধিতা করল ইডি। শনিবার আদালতে একের পর এক বিস্ফোরক মন্তব্য ইডির। এদিন আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবীর বক্তব্য,এই দুর্নীতি যদি পাখির চোখে দেখা হয়, তাহলে দেখা যাবে জ্যোতিপ্রিয় হলেন ‘গঙ্গাসাগর’। জামিনের বিরোধীতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে উনার নাম ছিল না। কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে আসে তা থেকে দেখা যাচ্ছে এফআইআর-এ নাম না থাকলেও এই দুর্নীতির ‘রিং মাস্টার’ উনি। ইডির আইনজীবীর আরও মন্তব্য, ষড়যন্ত্রকারীরা সামনে আসেন না, পিছন থেকেই পরিচালনা করেন। এই দুর্নীতি চালনা করে ছিলেন তিনি। দুর্নীতির সময়কালে উনি ক্ষমতাশালী ছিলেন।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে রেল
শনিবার, দ্বিতীয় দিন ইডি সেই জামিনের বিরোধিতা করে তাদের বক্তব্য জানাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে সওয়াল করে বললেন, জ্যোতিপ্রিয় হলেন দুর্নীতির গঙ্গাসাগর।ইডি এদিন আদালতে জানায় এই দুর্নীতির সমস্ত স্রোত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে। চাল থেকে গম বিক্রি, রেশন দুর্নীতি সমস্ত টাকা এসেছে প্রাক্তন মন্ত্রীর হাতে। তাঁপ তিন সংস্থা লাভবান হয়েছে। অ্যাকাউন্টও খোলা হয়েছে তাঁরই পরিচিত লোকেদের নিয়ে। জ্যোতিপ্রিয়ের জামিনের মামলার শুনানি ছিল। তদন্ত করতে গিয়ে এ সব দেখা গিয়েছে। ইডির আরও দাবি, ‘ভুয়ো’ সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা, সর্বত্রই জ্যোতিপ্রিয়ের লোক রয়েছেন।
দেখুন ভিডিও