নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (CM Arvind Kejriwal) ইডি (ED) দফতরে হাজিরার দিনই বৃহস্পতিবার সকালে আম আদমি পার্টির (AAP) আর এক মন্ত্রী রাজকুমার আনন্দের (Raaj Kumar Anand) বাড়িতে তল্লাশি শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এদিন সকাল থেকে আনন্দের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সিভিল লাইনস এরিয়ায় মন্ত্রীর বাড়ি ছাড়াও তাঁর আরও ৯টি বাড়িতে অভিযান চলছে। কেজরিওয়াল সরকারের শ্রমমন্ত্রী রাজকুমার আনন্দ শিক্ষা ও স্বাস্থ্য দফতরও সামলাচ্ছিলেন। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের ইস্তফার পর তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে অবশ্য স্বাস্থ্য দফতর সৌরভ ভরদ্বাজ এবং শিক্ষা আতিশীকে দেওয়া হয়।
আরও পড়ুন: লক্ষ্য লোকসভা ভোট, এ মাসেই মোদির উত্তরবঙ্গ সফর?
প্রসঙ্গত, আপের আশঙ্কা এদিনই অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) গ্রেফতার হতে পারেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলার (Delhi Excise Policy Case) তদন্তে খোদ মুখ্যমন্ত্রীকে ইডি (ED) তলব করায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মন্ত্রী তথা কেজরি-ঘনিষ্ঠ আম আদমি পার্টির (AAP) নেত্রী আতিশী মারলেনা (Atishi Marlena) এবং সৌরভ ভরদ্বাজ। তাঁরা বিজেপি (BJP) বিরোধী ইন্ডিয়া জোটকে (INDIA Bloc) হুঁশিয়ারি দিয়ে এবং সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। বলেছেন, যদি অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হন, তাহলে মনে রাখবেন, ‘আগলা নাম্বার আপকা হ্যায়।’
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় সোমবারই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিন নামঞ্জুর করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপরই আগামী ২ নভেম্বর অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরা দেওয়ার নোটিস জারি করে ইডি। আপ নেত্রীর দাবি, ওইদিনই ইডি তাঁকে গ্রেফতার করবে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভয় পান কেজরিওয়ালকে। আতিশী বলেন, আমাদের কাছে খবর আছে, ইডি দফতরে হাজিরা দিলেই গ্রেফতার হবেন তিনি।
দেখুন অন্য খবর