উত্তরকাশী: নতুন করে ধসে (Landslide) আপাতত বন্ধ উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel Collapse) আটক ৪০ জনের উদ্ধারকাজ। টানা চারদিন দিনরাত চেষ্টার পর আজ, বুধবারও উদ্ধারের চেষ্টা চলছে। তবে সেই কাজে বিপত্তি ঘটেছে মঙ্গলবার রাতে নতুন করে ধস নামায়। সহকর্মীদের উদ্ধারে দেরি হতে থাকায় সুড়ঙ্গের পাশে অপেক্ষায় থাকা অন্য কর্মীরা এদিন বিক্ষোভ দেখান। ‘হামারে আদমি নিকালো’ স্লোগান দিতে থাকেন।
সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের জন্য বিশাল মাপের পাইপ এনে ধ্বংসস্তূপের মধ্যে ড্রিলিং মেশিন চালিয়ে বেরনোর রাস্তা বের করার কাজ শুরু হয়েছিল। তারজন্য লোহার পাত বসিয়ে সুড়ঙ্গের মুখে একটি প্ল্যাটফর্ম মতো তৈরি করা হয়েছিল। যার উপর ভর দিয়ে ড্রিলিং মেশিন চালানোর কথা। ধসে সেই মাটিই সরে যাওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আবার নতুন করে সেই প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন:উত্তর ভারত ভ্রমণ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস
ধস নামায় উদ্ধারকর্মীদের দুজন আহত হয়েছেন। তাদের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরকাশীর জেলাশাসক জানিয়েছেন, যদি সব কিছু পরিকল্পনামাফিক হয়, তাহলে বুধবারের মধ্যেই সুড়ঙ্গ থেকে কর্মীদের বের করে আনা সম্ভব হবে। সুড়ঙ্গের ভিতর ৯০০ এমএম পাইপ ঢুকিয়ে পথ নির্মাণের কাজ জোরকদমে চলছে। তবে অন্যভাবে অক্সিজেন সরবরাহ করতে থাকায় আটকে পড়া শ্রমিকদের প্রাণ সংশয় নেই বলে জানা গিয়েছে।
অন্য় খবর দেখুন