বালিঃ ফের রেল দুর্ঘটনা। ভয়াবহ পরিস্থিতি বালি স্টেশনের (Bally Station) কাছে। আগুন আতঙ্ক অমৃতসর মেলে (Amritsar Mail)। আতঙ্কে যাত্রীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রেলের উচ্চপর্যায়ের আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করছেন তারা।
আরও পড়ুন : ৫৯ বছরে শাহরুখ খান, জন্মদিনে বিশেষ সম্মান অস্কার অ্যাকাডেমিরhttps://kolkatatvonline.in/scroll/shahrukh-khan-received-special-honor-on-his-birthday-at-the-age-of-59-from-oscar-academy-kolkatatvonline-entertainment/
সুত্র মারফত খবর, আজ অর্থাৎ শনিবার বিকেল ৫ টে নাগাদ হঠাৎতি বালি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে আগুন লাগে অমৃতসর মেলে। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর তড়িঘড়ি ট্রেন থামানো হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ায় নেমে পড়েন ট্রেন থেকে। রেলের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে ট্রেনে আগুন নেভানোর কাজে নামা হয়।
রেল সুত্রে খবর, অমৃতসর মেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনায় হতাহতেরও কোন খবর সামনে আসেনি। সমস্ত যাত্রী সুরক্ষিত আছে বলেই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ বালি স্টেশনে অমৃতসর মেল আটকে থাকার পর কিছুক্ষণ আগে বালি স্টেশন থেকে ছাড়ল অমৃতসর মেল।
দেখুন অন্য খবরঃ