উত্তরকাশী: ১০ দিনের মাথায় মুখ দেখা গেল উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর সুড়ঙ্গে আটক (Uttarkashi Tunnel Collapse) ৪১ শ্রমিকের। সোমবারই উদ্ধারকারী দল ৬ ইঞ্চির পাইপ ভিতর অবধি পৌঁছাতে সমর্থ হয়েছিল। তার ভিতর দিয়ে গরম খিচুড়ির মতো শক্ত খাবার দেওয়া হচ্ছে। এর আগে তাঁদের ৪ ইঞ্চির একটি পাইপ দিয়ে অক্সিজেন এবং শুকনো খাবার পাঠানো হচ্ছিল। এরই মধ্যে মঙ্গলবার সকালে আটক শ্রমিক-কর্মীদের প্রথম ভিডিয়ো ছবি সামনে এল। আর তাতেই খুশি আটকদের পরিবার। ভিডিয়ো ছবিটি তোলা হয়েছে ওই ৬ ইঞ্চি পাইপের মধ্য দিয়ে এন্ডোস্কোপিক ক্যামেরা (Endoscopic Camera) ঢুকিয়ে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, কর্মীরা সাদা ও হলুদ রঙের হেলমেট জাতীয় টুপি পরে রয়েছেন। তাঁদের জন্য পৌঁছে দেওয়া খাবার তাঁরা সংগ্রহ করেছেন। নিজেদের মধ্যে কথাবার্তাও বলছেন। এই ছবি সামনে আসতেই আটক কর্মীদের পরিবারে এখন খানিকটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। উদ্ধারকারী দলের এক কর্তা জানান, আমরা বড় মুখওয়ালা বোতল আনিয়েছি। যাতে তার ভিতরে কলা, আপেল, খিচুড়ি ও ডালিয়ার মতো পুষ্টিকর খাবার পাঠানো যায়।
আরও পড়ুন: জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে
ঘটনাস্থলে (Silkyara Tunnel) ডাক্তার ছাড়াও রয়েছেন বিশিষ্ট মনস্তাত্ত্বিকরা। তাঁরা লাগাতার শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়ে চলেছেন। কারণ এই অবস্থায় তাঁদের সুস্থ-সবল থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। মানসিকভাবে সুস্থ রাখার জন্য মনোবিদরা তাঁদের প্রতিদিন হাঁটতে, যোগাভ্যাস করতে বলেছেন। নিজেদের মধ্যে গল্প-রসিকতা করে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু, ১০ দিন বন্ধ সুড়ঙ্গে আটক থাকার পর তাঁদের আর হাসিখুশি থাকা সম্ভব কিনা তা সংশয়ে রয়েছে।
অন্য খবর দেখুন