ঔরঙ্গাবাদ (বিহার): চার তরুণীর দলবদ্ধ আত্মহত্যার (Suicide Pact) ঘটনা। শিউরে ওঠার মতো হলেও চারজনের মধ্যে ২ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর ২ জনের অবস্থা আশঙ্কজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বোনসহ তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা নিজেদের মধ্যে ঠিক করে বিষ খেয়েছিল রবিবার রাতে।
বিহারের (Bihar) ঔরঙ্গাবাদ (Aurangabad) জেলার কুটুম্ব থানা এলাকার ওই ঘটনায় গয়া হাসপাতালে দুজনের প্রাণ এখন ধুঁকছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দুই বোনই প্রথম বিষ খেয়েছিল। তার পরপরই তাদের দুই বান্ধবী বিষপান করে।
আরও পড়ুন: আইআইটি মাদ্রাজের অধ্যাপক সাসপেন্ড বাংলার গবেষক ছাত্রের আত্মহত্যার ঘটনায়
কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে মতান্তর হওয়ায় দুই বোন বিষ খায়। তাদের একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। অন্য এক বান্ধবীর মৃত্যু হয় গয়া হাসপাতালে।
ঔরঙ্গাবাদের পুলিশকর্তা জানান, তাদের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুজন এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। তারা সেরে উঠলে আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাওয়া হবে। বন্ধুরা একসঙ্গে যে বিষ খাবে এটা ভাবতেও পারেননি তাদের পরিবারের লোকেরা। চার বন্ধুর এই কাজে হতবাক হয়ে গিয়েছেন গ্রামের মানুষও।
অন্য খবর দেখুন