কলকাতা: আন্দোলন বিক্ষোভ পর জুনিয়র চিকিৎসকদের (Doctors Protest) দাবিকে মান্যতা স্বাস্থ্যভবন (Swasthtya Bhaban)। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল-সহ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চার শীর্ষ আধিকারিককে সরাল রাজ্য সরকার। বদলি করা হল হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, সদ্য দায়িত্বে আসা অধ্যক্ষ এবং চেস্ট মেডিসিনের প্রধানকে।
বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। বিচার চাই’! ডাক দিয়েছে আরজি কর। এই স্লোগান তুলে চিকিৎসকদের মিছিল করে স্বাস্থ্যভবন যান। প্রতিনিধি দল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছেই ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারীদের দাবি ছিল, আরজি করের বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল এবং সুপার বুলবুল মুখোপাধ্যায়-সহ চার আধিকারিককে সরাতে হবে। আন্দোলনকারীদের সেই দাবিকে মান্যতা দিয়ে এদিন রাতে হাসপাতালের চার শীর্ষ কর্তাদের বদলির সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। স্বাস্থ্যসচিব জানান, জুনিয়র ডাক্তাররা কয়েকটা দাবি তাঁদের সামনে রেখেছিলেন। তারা এখানকার প্রিন্সিপালকে, এমএসভিপি, চেস্ট মেডিসিন, অ্যাসিসট্যান্ট সুপারকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। সেইমতো ওই আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে জুনিয়র ডাক্তাররা যাতে দ্রুত কাজে যোগ দেন, আর্জি জানান স্বাস্থ্যসচিব।
আরও পড়ুন: বেওয়ারিশ লাশ পাচারের অভিযোগ উঠল সন্দীপের বিরুদ্ধে!
সন্দীপ ঘোষের পদত্যাগের পর যে সুহৃতাকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তাঁকে নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যে উষ্মা তৈরি হয়েছিল। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল, সেই পদ থেকেও তাঁকে অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। সেই দাবিও মেনে নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যসচিব।
দেখুন ভিডিও