কলকাতা: রাখিতে কলকাতা সহ ৮ জেলায় অতি ভারী বৃষ্টির (Heavy Rain Forecast) সতর্কতা জারি। আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতা-সহ জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বুধবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে একাধিক জেলায়।
সোমবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াযর কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আটটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার কলকাতার (Kolkata Heavy Rain Forecast) আকাশ মূলত মেঘলা থাকবে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে কলকাতায়।
আরও পড়ুন: মিছিল করে দুই সিনিয়র ডাক্তার যাবেন লালবাজারে
মঙ্গলবার ও বুধবার পর্যন্ত কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ওই জেলাগুলিতে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান,বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে।
সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায়। দার্জিলিং এবং কোচবিহারের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
অন্য খবর দেখুন