Tuesday, July 8, 2025
HomeBig newsদিল্লিতে ফের জোড়-বিজোড় যানবিধি

দিল্লিতে ফের জোড়-বিজোড় যানবিধি

Follow Us :

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে (New Delhi) ‘বিপজ্জনক’ বায়ুদূষণের (Air Pollution) কারণে ফের ফিরতে চলেছে জোড়-বিজোড় (Odd-Even) নম্বর প্লেটের গাড়ি চলাচলের বিধি। সোমবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, বায়ুদূষণের কথা চিন্তা করে আগামী ১৩-২০ নভেম্বর দিল্লিতে এক সপ্তাহের জন্য জোড়-বিজোড় নম্বর প্লেটের গাড়ি চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) এদিনই দূষণ নিয়ন্ত্রণে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকের পরেই পরিবেশমন্ত্রী দিওয়ালির পর থেকে যান চলাচল বিধির কথা ঘোষণা করেন।

আরও পড়ুন: মহুয়ার সদস্যপদ বাতিল? এথিক্স কমিটির রিপোর্ট বৃহস্পতিতে

প্রসঙ্গত, এর আগেই দূষণের কথা মাথায় রেখে স্কুল ছুটির মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। তাছাড়াও সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মচারীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। আগের চার-পাঁচদিনের মতোই এদিনও দিল্লির দূষণমাত্রা ভয়াবহ আকারে ছিল। সহনশীলতার থেকে প্রায় সাত-আটগুণ উপরে ছিল বায়ুদূষণের পরিমাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী এদিন দিল্লি-এনসিআরে বাতাসে দূষণের (AQI) মাত্রা ছিল ৪৮৮।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39