ওয়েবডেস্ক- আজ সোমবার থেকে পুলিশি পাহারায় (police guard) খুলছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ (Kasba Law Collage)। সকাল আটটা থেকে দুটো পর্যন্ত খোলা থাকবে কলেজ। শিক্ষক-শিক্ষা কর্মীদের জন্য নতুন রেজিস্টার। পুরনো রেজিস্টার বুক এখনই ব্যবহার নয়। পড়ুয়াদের নিরাপত্তার কারণে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
- পড়ুয়াদের আইকার্ড দেখিয়ে প্রবেশ করতে হবে। দুটোর পর মূল গেটে ঝুলবে তালা। সিকিউরিটি গার্ড সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে মূল গেটে তালা দিয়ে দেবে।
- কলেজ খুললেও গার্ড রুম এবং ইউনিয়ন রুমে পুলিশের ঘেরা অংশে প্রবেশ নিষেধ।
- বহিরাগত বা অন্য কেউ আসলে তাকে বৈধ অনুমতি নিতে হবে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে।
- কলেজ খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষা কর্মীদের নিয়ে ১৫ মিনিটের অনলাইন মিটিং করেন ভাইস প্রিন্সিপাল।
- শুধুমাত্র, এলএলএম কোর্সের পড়ুয়ারা প্রতিদিন কলেজে উপস্থিত থাকতে পারবেন। তাঁদের রুটিন অনুযায়ী ৮ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
আরও পড়ুন- কসবা কাণ্ডে পুলিশের নজরে দ্বিতীয় নিরাপত্তারক্ষী, জেরা, বাজেয়াপ্ত ফোন
পাঁচ বছরে বিএ এলএলবি কোর্সের প্রথম সেমেস্টারের পরীক্ষার ফর্ম ফিলআপের কাজ ৭ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত করা হবে। ৭ জুলাই প্রথম সেমিস্টারের পড়ুয়াদের ভর্তি সংক্রান্ত নথির পাশাপাশি, কলেজ আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।
এ ছাড়াও চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমেস্টারের ইন্টারনাল প্রজেক্ট পেপার জমা দেওয়ার দিনও জানানো হয়েছে। তাঁদের ৮, ৯ এবং ১০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে কলেজে প্রবেশ করতে হবে।
ভাইস প্রিন্সিপ্যালের নয়না চট্টোপাধ্যায়ের (Vice Principal Naina Chatterjee) জানিয়েছেন , কলেজের গভর্নিং বডির নির্দেশ মেনে বিধিনিষেধ জারি হয়েছে। আগামিকাল এলএলএম এর ক্লাস শুরু হবে।
অধ্যাপক, ফ্যামিলি ল মৌশ্রী বশিষ্ঠ বলেন, আমি, আমরা ব্যর্থ। না হলে এই ধরনের ঘটনা ঘটত না। বিধিনিষেধ তো আগে থেকেই ছিল। কিন্তু সেটা কেউ মানত না। একটা দাপট চলত। ভাইস প্রিন্সিপাল বহু চেষ্টা করেছেন। আজ থেকে কলেজ খুলছে। সুষ্ঠুভাবে চলুক সেটাই চাইব।
প্রসঙ্গত, আরজিকরের ঘটনার পর ফের সেই গণধর্ষণ কাণ্ডে উত্তাল হল কলকাতা। নাম জড়াল কসবা ল’ কলেজের। ঘটনায় প্রধান অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি মনোজিতের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ জুলাই মঙ্গলবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত-সহ ধৃত চারজনকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
দেখুন আরও খবর-