পাটনা ও কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ভাইপোর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আজ, বৃহস্পতিবার শহরে পা রাখছেন বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর সঙ্গে আসছেন পুত্র তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও (Tejaswi Yadav)।
মমতার ভাইপোর বিয়ের অনুষ্ঠানের দেরি থাকলেও যাদব পরিবার আগেভাগেই এসে শুভেচ্ছা জানিয়ে যাবেন বলে জানা গিয়েছে। কলকাতায় তাঁরা দুজনেই দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ছটপুজোর (Chhath Puja) আগে লালু-তেজস্বীকে পাশে রেখে রাজ্যের হিন্দিভাষীদের বার্তা দিতে পারেন মমতা। পিতাপুত্রও বিহারি মানুষকে আগামী ভোটে তৃণমূলকে সমর্থনের আবেদন জানিয়ে যেতে পারেন।
আরও পড়ুন: উত্তরকাশীর সুড়ঙ্গে পাঁচদিন, আকাশপথে হারকিউলিস নিয়ে এল অতিকায় ড্রিলিং মেশিন
এদিন পাটনা বিমানবন্দরে (Patna Airport) রওনা হওয়ার আগে তেজস্বী আক্রমণ করেন বিজেপিকে। তাঁর অভিযোগ, যাদবদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। ওদের যা ইচ্ছা করতে দিন। যাদবরা জানেন তাঁদের জন্য কারা কাজ করেছে। উল্লেখ্য, মমতার সঙ্গে লালুপ্রসাদের দীর্ঘদিনের মধুর সম্পর্ক। এর আগে পাটনা বৈঠকে যোগ দিতে গিয়ে মমতা প্রথমেই লালুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। লালুও জানিয়েছেন, মমতার ভাইপোর বিয়েতে তিনি অবশ্যই যাবেন।
এদিকে, এদিনই লালুরাজের নাম না করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (CM Nitish Kumar) তির্যক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নীতীশ কুমার বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, আগের জমানায় কোনও উন্নতি হয়েছে রাজ্যে? বিহারের উন্নয়নে যা করার আমি করেছি। সব উদ্ভাবনী ভাবনা আমার। এই অনুষ্ঠানেই জাতিভিত্তিক জনগণনার কথা তুলে ধরে নীতীশ বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা ঘোষণার দাবি করেন। বলেন, কেন্দ্র যদি বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেয়, তাহলে আমরা আন্দোলনে নামব।
দেখুন অন্য খবর