কলকাতা: সোমবার বিকেলেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা জুনিয়র ডাক্তারদের (Doctors Protest for RG Kar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে সোমবার তাঁদের ডাকা হয়েছে বলে খবর। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান জানিয়ে চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসিবের দেওয়া চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসার বার্তা দেওয়া হয়েছে ডাক্তারদের। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।
চিঠি বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে ডুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছিল। কিন্তু শীর্ঘ আদালতের নির্দেশ পালন করেননি চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমদের কর্তব্য। তাই এবার শেষ ও পঞ্চমবার মুখ্যমন্ত্রী বৈঠকে বসার জন্য আপনাদের অনুরোধ করেছেন। সোমবার বিকাল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধিরা কালীঘাটে বৈঠকের জন্য এসেছিলেন, তাঁদেরই সোমবারও আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে অনুরোধ করা হচ্ছে। এই বৈঠকের কোনও ভিডিয়োগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দু’পক্ষের সই থাকবে।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ার অ্যালমুনিয়াম কারখানায়
খোলা আকাশের নীচে বৃষ্টি মাথায় করে সাতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বসে আন্দোলনরত ডাক্তাররা। দাবি একটাই, আর জি করের (RG Kar Protest) চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। একাধিকবার বৈঠকের সিদ্ধান্ত হলেও লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে ডাক্তাররা অনড় থাকায় তা ভেস্তে যায়। প্রথমে নবান্নে আন্দোলনকারীদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। । মুখ্যমন্ত্রী দু’ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করলেও সে দিন বৈঠক হয়নি। শনিবার আচমকা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে পৌঁছে যান মমতা। তারপরই কালীঘাটে বাড়িতে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়। সেই দিনও লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকায় বৈঠক হয়নি। সোমবার মুখ্যসচিব ফের আলোচনায় বসার জন্য জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠান। জুনিয়র চিকিৎসকরা যাবেন কি না তারা তা সিদ্ধান্ত নেওয়ার পর জানাবেন বলে জানানো হয়েছে
দেখুন ভিডিও