নয়াদিল্লি: লোকসভার স্পিকার (Speaker of Lok Sabha) পদ নিয়ে এনডিএ-র সঙ্গে সংঘাত শুরু হল ইন্ডিয়া জোটের। মঙ্গলবার এনডিএ-র তরফে স্পিকার পদে প্রার্থী হলেন বিগত লোকসভা স্পিকার ওম বিড়লা (Om Birla) । ডেপুটি স্পিকারের পদ না পেয়ে পাল্টা স্পিকার পদে প্রার্থী দিল ‘ইন্ডিয়া’ (INDIA Allience)। বিরোধীদের স্পিকার প্রার্থী হিসাবে কংগ্রেসের কে সুরেশ (K Suresh) মনোনয়ন জমা দিলেন এদিন। আগামিকাল বুধবার স্পিকার পদে নির্বাচন। শেষ পর্যন্ত সুরেশ প্রার্থীপদ প্রত্যাহার না করলে স্মরণকালের মধ্যে এই প্রথম লোকসভার স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে কাল। সরকার এবং বিজেপি এখনও বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গে আলোচনার দরজা খুলে রেখেছে।
এতদিন লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধীদের সহমতের ভিত্তিতেই। এবার কেন্দ্রীয় সরকার শরিকদের উপরনির্ভরশীল। তাই প্রথম থেকে স্পিকার বাছাইয়ের ক্ষেত্রে একটা টানাপড়েন চলছে। প্রথম থেকে এনডিএ শরিক টিডিপির চন্দ্রবাবু নায়ডু স্পিকার পদের দাবি করে আসছিলেন। শেষে সুর নরম করেন চন্দ্রবাবু। স্পিকার বাছাই নিয়ে সোমবার গভীর রাত পর্যন্ত আলোচনা করেন অমিত শাহ ও জে পি নাড্ডা। অবশেষে মঙ্গলবার এনডিএ-র তরফে স্পিকার পদের প্রার্থী করা হয় ওম বিড়লাকেই।
আরও পড়ুন: পাঁচ মাসের মধ্যেই অযোধ্যার রামমন্দিরে বড় বিপর্যয়!
বিরোধীদের সমর্থন চেয়ে সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) সঙ্গে কথা বলেন রাজনাথ সিং (Rajnath Singh)। আলোচনার পর খাড়্গে জানিয়েছিলেন, জোট শরিকদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত জানাবেন। খাড়্গে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন প্রমুখের সঙ্গে কথা বলেন। তার ভিত্তিতে খাড়্গে রাজনাথকে জানান, ডেপুটি স্পিকার পদ বিরোধীদের দিলে তাঁরা স্পিকার পদে বিড়লাকে মেনে নেবেন। রাজনাথ কংগ্রেস নেতাকে জানান, তিনি মঙ্গলবার মনোনয়নের আগে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, রাজনাথ তাঁর প্রতিশ্রুতি রাখেননি। তিনি কংগ্রেস সভাপতিকে অপমান করেছেন। সরকারের তরফ থেকে বিরোধীদের কিছু জানানো হয়নি। তারপরই বিরোধীদের তরফে স্পিকার পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল সাংবাদিকদের জানিয়ে দেন, কংগ্রেসের কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন দিচ্ছেন।
দেখুন ভিডিও