নয়াদিল্লি: তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল লোকপাল (Lokpal)। বুধবার এক এক্স বার্তায় একথা জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমার অভিযোগের ভিত্তিতে লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপসকারী দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে তিনি লোকসভায় গৌতম আদানি প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। শুধু তাই নয়, হিরানন্দানিকে মহুয়া সাংসদদের লগ-ইন ডিটেলস দিয়েছিলেন। যদিও তৃণমূল নেত্রী এ সমস্ত অভিযোগ অস্বীকার করেন। সিবিআই তদন্তের বিষয়েও তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়েছেন মহুয়া। এবং এবারেও তাঁর তির ছিল আদানিদের বিরুদ্ধেই।
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে রাইস মিলের মালিক ও ডিস্ট্রিবিউটররা সরাসরি জড়িত, দাবি ইডির
মহুয়া বার্তায় লিখেছেন, সিবিআইকে প্রথমে আদানিদের ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির বিরুদ্ধে এফআইআর করা উচিত। জাতীয় নিরাপত্তার বিষয়টি এমনই ফিকিরগ্রস্ত যে আদানির কোম্পানি বিদেশে বসে ভারতীয় বন্দর ও বিমানবন্দর কিনে নিতে পারে। এসবে তদন্ত হোক, তারপর আমার ক’জোড়া জুতো আছে, তা গুনতে আসুক সিবিআই, তাদের স্বাগত। লিখেছেন মহুয়া।
তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ‘টাকার বদলে প্রশ্ন’র (Cash for Query) অভিযোগে লোকসভার (Lok Sabha) এথিক্স কমিটি (Ethics Commitee) বসছে বৃহস্পতিবার, ৯ নভেম্বর। ওইদিনই তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগের খসড়া রিপোর্ট (Draft Report) পেশ করা হবে। সূত্রে জানা গিয়েছে, এথিক্স কমিটির প্রধান বিজেপি এমপি বিনোদকুমার সোনকারের তদন্তকাজ শেষ। তিনি সুপারিশ তৈরি করার কাজও গুটিয়ে ফেলেছেন। কমিটির ঘনিষ্ঠ সূত্রে এও জানা গিয়েছে যে, তৃণমূল নেত্রীর অনুমান মতো তাঁকে লোকসভার বাকি অধিবেশনের জন্য বরখাস্ত করা হতে পারে।
প্রসঙ্গত, এথিক্স কমিটি ২০০৫ সালের দৃষ্টান্ত এক্ষেত্রে তুলে ধরতে পারে। যেবার সংসদের ১১ জন সদস্যের বিরুদ্ধ প্রশ্নের বদলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। তাঁদের সকলেরই সদস্যপদ বাতিল করেছিল এথিক্স কমিটি। সাধারণত এথিক্স কমিটিতে কোনও অভিযোগ উঠলে দল মাথা গলায় না। এবারেও মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি নিজে কমিটির বিরুদ্ধে নানান বিতর্কিত কথা বললেও তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই স্পিকটি নট হয়ে বসে আছে।
গত শুক্রবার এথিক্স কমিটির বিরুদ্ধে ‘বস্ত্রহরণ’এর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আপত্তিকর, অপমানজনক প্রশ্ন করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলের আগেই এথিক্স কমিটি ছেড়ে বেরিয়ে আসেন মহুয়াসহ বিরোধী এমপি-রা। কিন্তু, তারপর রাতে এবং এদিন সকালেও এক্স বার্তায় একটি দীর্ঘ চিঠি লেখেন তৃণমূল এমপি। লোকসভার স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে লেখা এক চিঠিতে মহুয়া তাঁকে বস্ত্রহরণের মুখোমুখি হতে হয়েছে বলে বর্ণনা করেন। তাঁর অভিযোগ মূলত কমিটির চেয়ারপার্সন বিজেপি সাংসদ বিজয়কুমার সোনকারের বিরুদ্ধে। প্যানেলের অন্যান্য সদস্যের সামনে তিনি তাঁকে প্রবাদে বর্ণিত বস্ত্রহরণ করেছেন বলে অভিযোগ তুলেছেন মহুয়া।
তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra) মহিলা নির্যাতনের তাস খেলছেন বলে পালটা অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। মহুয়ার অভিযোগ প্রসঙ্গে শুক্রবার তিনি বলেন, এথিক্স কমিটি (Ethics Commitee) যদি অশালীন কোনও প্রশ্ন জানতে চেয়ে থাকে, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে মূল অভিযোগকারী নিশিকান্ত এদিন বলেন, লোকসভার এথিক্স কমিটি তাঁকে যদি কোনও ব্যক্তিগত প্রশ্ন করে থাকে তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।
দেখুন অন্য খবর