দক্ষিণ ২৪ পরগনা: ‘যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম: সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার- জন্মমাত্র সুতীব্র চিৎকারে।’-সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইনকে নস্যাৎ করে ভূমিষ্ঠ শিশুকন্যার চিৎকারকে চিরতরে থামিয়ে দিল তারই পরিবার। বাঁচার অধিকারও পেল না সদ্যোজাত। কন্যা (Daughter) সন্তান হওয়ায় মাটিতে পুঁতে দেওয়া হল! শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার মন্দিরবাজার থানা (Mandirbazar PS) এলাকায় এই ন্যক্কারজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনায় শোরগোল চাঁদপুর ধোপাহাট এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক মহিলা কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, কন্যা সন্তান হওয়ায় তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। এই ঘটনার খবর চাউর হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে জানায়। জানা গিয়েছে, ওই প্রসূতি মহিলার পাঁচটি সন্তান রয়েছে। তিনি চিকিৎসাধীন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে। ঘটনার তদন্তে মন্দির বাজার থানার পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত ওই পরিবারের বক্তব্য জানা যায়নি।
আরও পড়ুন: হোস্টেলে র্যাগিং! ছাত্রীর অভিযোগে শিরোনামে বর্ধমান বিশ্ববিদ্যালয়
সব ঠিক থাকলে বিশ্বের সব থেকে প্রভাবশালী দেশ আমেরিকার সর্বোচ্চ ক্ষমতায় বসতে চলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। রহস্যের সন্ধানে মৃত্যুর সম্ভাবনাকে তুচ্ছ করে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজুড়েই নারীরা সর্বক্ষেত্রে ক্রমশ এগিয়ে চলেছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারে কন্যা সন্তানের শিক্ষার জন্য, উন্নয়নের জন্য রাজ্য সরকারও অনেক প্রকল্প চালু করেছে। দেশজুড়েই এই বিষয়ে সচেতনতা বাড়ছে। জাতীয় কন্যা সন্তান দিবস উদযাপনের দুমাসের মধ্যেই কন্যা সন্তানকে হত্যা করার এরকমই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।
দেখুন অন্য খবর: