কলকাতা: কলকাতা পুলিশের নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে। তার জায়গায় দায়িত্ব নিলেন মনোজ কুমার ভার্মা। এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব সামলে ছিলেন মনোজ ভার্মা। এবার সেই দায়িত্ব দেওয়া হল জাভেদ শামিমকে। ডিসি নর্থ হলেন দীপক সরকার। সিপি-র পদ থেকে সরিয়ে বিনীত গোয়েলকে এসটিএফের এডিজি করা হল।
আরও পড়ুন : সুদীপ্ত রায়ের বাংলোয় ইডির হানা
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হবে। রদবদল করা হবে পুলিশের অন্যান্য পদেও। মঙ্গলবারই সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার দুপুরে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীতকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ বর্মাকে। যে কোনও অশান্ত জায়গাকে কীভাবে ‘ঠান্ডা’ করতে হয়, সেটা ভালোভাবেই জানেন মনোজকুমার বর্মা। আর সেই মনোজকেই কলকাতার পুলিশ কমিশনার পদে বসালেন মুখ্যমন্ত্রী। নতুন এডিজি আইনশৃঙ্খলা করা হয়েছে জাভেদ শামিমকে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ আইবি-এর এডিজি পদে আনা হল জ্ঞানবন্ত সিংকে। ত্রিপুরারি অথর্বকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর পদে বসানো হয়েছে। একই সঙ্গে অভিষেক গুপ্তকে পাঠানো হয়েছে ইএফআরের সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে।
দেখুন ভিডিও