কলকাতা: তপসিয়ায় (Topsia) ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়া থানা এলাকার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন (Topsia Factory Fire) লাগে। ঘটনাস্থলে ৯ টি ইঞ্জিন, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চরছে। দূর থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকেছে। প্রায় ২ ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে এই কারখানায় অ্য়ালুমিনিয়ামের দরজা-জানলার ফ্রেম তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলা হঠাৎ তাঁরা দেখেন, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তারপরেই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে গোডাউন। আশপাশে বাসিন্দারা আতঙ্কিতহয়ে পড়েন। একে ঘিঞ্জি এলাকা, তার উপর সরু রাস্তা, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় কাউন্সিলর।
দেখুন ভিডিও