কলকাতা: আরজি কর কাণ্ডে (R G Kar Hospital Incident) জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভকে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাস্তির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলনকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মমতা জানান, আমি ব্যক্তিগত ভাবে ফাঁসির বিরোধী। কিন্তু এই ঘটনায় দোষীদের ফাঁসির শাস্তি হওয়া উচিত। তিনি আরও জানানা, পুলিশ তদন্ত শুরু করেছে। আন্দোলনকারীরা চাইলে অন্য কোনও এজেন্সির দ্বারস্থও হতে পারেন। চিকিৎসক খুনে সিবিআই তদন্তে কোনও আপত্তি নেই, জানান মমতা।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ফুঁসছে শহর-জেলা, দোষীদের শাস্তি-নিরাপত্তার দাবিতে পথে চিকিৎসকরা
আরজি করের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু অমানবিক, অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমার মনে হচ্ছে, যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছি। এই ঘটনাকে কখনওই সমর্থন করা যায় না। খুবই ঘৃণ্য অপরাধ। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা যুক্তিসঙ্গত। আমি ওদের দাবির সঙ্গে একমত। আন্দোলনকারী চিকিৎসকদের পাশে আমি আগেও ছিলাম, এখনও থাকব। আমরা পরিবারেও দু’জন চিকিৎসক আছেন। এই ঘটনা মানুষকে এতটাই আঘাত করেছে ডাক্তারদের মতো জরুরি পরিষেবায় যুক্তরা আন্দোলনে নেমেছেন। মমতা আরও বলেন, এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। আমি ব্যক্তিগত ভাবে ফাঁসির বিরোধী। কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করতে সাহস না পায়।
মমতা বলেন, যাকে ধরা হয়েছিল, যাঁরা হাসপাতালের ভিতরে যাতায়াত করেন, তাঁদের মধ্যেই কেউ এই কাজ করে থাকবেন। যাকে গ্রেফতার করা হয়েছে সেও হাসপাতালে যাতাযাত করত। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের দ্রুত চিহ্নিত করে ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে। প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। এটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। এই অপরাধের কোনও ক্ষমা নেই।
অন্য খবর দেখুন