নয়াদিল্লি: কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের (Doctors Protest) কাজে ফিরতে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার (Supreme Court On RG Kar) দ্বিতীয় শুনানি। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানির শুরুতেই সিল বন্ধ খামে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এদিন প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকদের কাজে ফিরতে হবে। মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। চিকিৎসকদের ধর্মঘটের কারণে স্বাস্থ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন: ৫০ দিনের সময়সীমা, অভিষেকের মুখে ওয়েক আপ ইন্ডিয়া
এদিন শুনানিতে আইনজীবী শীর্ষ আদালতে জানান, জুনিয়ার চিকিৎসকরা হাসপাতালে কোনও সময় ৩৬ তো কোনও সময় ৪৮ ঘণ্টা টানা কাজ করেন। কীভাবে এক জন চিকিৎসক ৩৬ ঘণ্টা টানা ডিউটি করতে পারেন। দীর্ঘ সময় কাজ করার পর তাঁর কোনও কোনও শারীরিক ক্ষমতা থাকে না। যৌন নিগ্রহ তো অনেক দূরের কথা, সামান্য নিগ্রহই প্রতিরোধ করার ক্ষমতা আর তাঁর শরীরে থাকে না। প্রধান বিচারপতি বলেন, আমরা অনেক ইমেল পেয়েছি। জুনিয়র চিকিৎসকদের ৪৮ ঘণ্টা, ৩৬ ঘণ্টা ডিউটি দেওয়া একেবারেই ঠিক নয়। আমার গোটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সরকারি হাসপাতালগুলোতে শুধু যৌন হয়রানি নয়, জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়ে থাকেন। আর এটা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। আরজি কর হাসপাতালের ভিতরেই চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতালে এখনও ভয়ের পরিবেশ রয়েছে। সুপ্রিম কোর্টে জানালেন চিকিৎসকদের আইনজীবী। নিরাপত্তার আশ্বাস দিলেন প্রধান বিচারপতি।
দেখুন ভিডিও