কলকাতা: চাপের কাছে নতি স্বীকার করলেন আরজি কর হাসপাতালের (R G Kar Hospital Incident) অধ্যক্ষ সন্দীপ ঘোষ (RG Kar Principal Sandip Ghosh)। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনে জেরে চাপে পড়ে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সন্দীর ঘোষ (RG Kar Principal Sandip Ghosh Resigns)। সোমবার সকালে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কারও চাপে নয়, নিজের ইচ্ছাতেই তিনি পদত্যাগ করেছেন। এ নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকরা বলেন, মুখের কথায় কাজ হবে না। লিখিত আকারে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পদত্যাগপত্র জমা দিতে হবে।
সোমবার সাংবাদিকদের সন্দীপ বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে আমি, আমার পরিবার সন্তানরা অনেক কটুক্তি শুনেছে। আমি বাবা হিসেবে লজ্জিত। তাই আমি পদত্যাগ করলাম। আর আমার ইস্তফাই ছাত্রছাত্রীদেরও গোটা রাজ্যের কাছে কাম্য ছিল। আশা করব, এ বার ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন। আশা করি আপনারা ভাল থাকবেন। তিনি আরও বলেন, আমরা মুখে কথা বসিয়ে রাজনীতির খেলা চলছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে বিরোধীরা। আমি সরকারি কর্মচারী। আমি কোনও দিন এ সব খেলা খেলিনি। শেষ মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করব। সবদিক ভেবেই আমি পদত্যাগ করলাম। আশা করব, ছাত্রছাত্রীরা শীগ্রই কাজে যোগ দেবেন।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চিকিৎসকের চার সহকর্মীকে তলব লালবাজারের
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন আরজি কর সব রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। প্রথমে তাঁরা জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি ঘোষণা করেছিলেন। পরে সোমবার থেকে জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভরত চিকিৎসকদের দাবি, চিকিৎসক হত্যার দোষীকে কঠোর শাস্তি দেওয়া এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। হাসপাতালের সুপার, অধ্যক্ষকের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। সুপারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রবিবারই। সোমবার সকালে অধ্যক্ষও পদত্যাগ করলেন।
অন্য খবর দেখুন