কলকাতা: নারকো টেস্টে সম্মতি দিল না আরজি কর (RG Kar Case) কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সঞ্জয় রাই কি একাই অভিযুক্ত, না কি এই ঘটনার পিছনে আরও অনেকেই রয়েছে, তা জানতে সিবিআই (CBI) সঞ্জয় রায়ের নারকো পরীক্ষা(Narco Test Sanjay Roy) করাতে চায়! কিন্তু নারকো টেস্টে সম্মতি দিল না অভিযুক্ত সঞ্জয় রায়। ফলে আদালত অনুমতি দেয়নি সিবিআইকে। নারকো টেস্ট নিয়ে ধাক্কা খেল সিবিআই।
আরও পড়ুন: শহরের বেসরকারি স্কুলের ৪ বছরের পড়ুয়ার মৃত্যুকে ঘিরে রহস্য
সঞ্জয় আদৌ সত্যি কথা বলছেন কি না, তা জানার জন্য ওই পলিগ্রাফ টেস্ট করা হয়। এবার সিবিআই আধিকারিকরা নারকো পরীক্ষা করাতে চায়। সিবিআইয়ের মতে, সঞ্জয়কে বার বার জেরা করেও বেশ কিছু তথ্য উদ্ধার করা যায়নি। পলিগ্রাফ টেস্টে দশটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা জানান, সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা বিশেষ সফল হয়নি। সে জেরার মুখে একাধিকবার দাবি করেছে যে, সে এই ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত নয়। সে ঘটনাস্থলে ছিল না। যদিও অন্য কেউ জড়িত ছিল কি না, সেই সম্পর্কেও কিছু জানাতে চায়নি সে। সিবিআইয়ের সূত্র খবর, সঞ্জয়ের কাছ থেকে গোপন কথা বের করার জন্য ও এই ঘটনার সত্য উদঘাটনের জন্য সিবিআই নারকো পরীক্ষা করাতে তৎপর। যদি নারকো টেস্ট করানো সম্ভব না হয়, তবে তার ব্রেন ম্যাপিং করানোর আবেদন করা হতে পারে। পরীক্ষা করারনোর জন্য বৃহস্পতিবারই আদালতে আবেদন করে সিবিআই। শুক্রবার কড়া নিরাপত্তায় সঞ্জয়কে নিয়ে যাওয়া হল শিয়ালদহ কোর্টে। কিন্তু বিচারকের সামনে নারকো পরীক্ষার জন্য সম্মতি দেননি অভিযুক্ত। ফলে সিবিআইয়ের আবেদনও খারিজ হয়ে গিয়েছে।
দেখুন খবর