কলকাতা: আরজি কর আবহে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনও কথা বলবেন না। সবাই অনেক বেফাস মন্তব্য করেছ। যা বলার আমি বলব। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে প্রশাসন ও দলের সদস্যদের আচরণ নিয়ে সংযত হওয়ার নির্দেশ দেন মমতা। সম্প্রতি তৃণমূলের নেতা মন্ত্রী আরজি কর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে। সেই সব মন্তব্য সাধারণ মানুষ ভালো ভাবে নেয়নি। যার জেরে অস্বস্তি বেড়ে দলের। তাই আরজি কর নিয়ে প্রকাশ্যে কোনও মন্ত্রী মুখ খুলবেন না। এনিয়ে যা বলার একমাত্র মুখ্যমন্ত্রীই বলবেন। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে সকলকে সতর্ক বার্তা নবান্নের।
আরও পড়ুন: দলের হাল ধরতে অভিষেককেই দরকার, পোস্ট ঘিরে জল্পনা
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সতর্ক বার্তার সঙ্গে পূর্ণমন্ত্রীদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাধীন প্রতিমন্ত্রীদের কাজে লাগান। অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু এমওএসদের জানানো হচ্ছে না। সব দফতরের এমওএসদের কাজ দিন।
অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)