কলকাতা: আরজি কর কাণ্ডের চার্জশিটের পেশের ২৮ দিনের মাথায় চার্জ গঠন (RG Kar Incident Charge Framing) । আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে শুরু হবে বিচার পক্রিয়া। এই মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সিবিআই ধর্ষণ ও খুনের অভিযোগ এনে ছিল। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারাতে চার্জশিট জমা করেছে সিবিআই। ধর্ষণ ও খুনের একাধিক ধারাতে চার্জ গঠন করা হয়েছে। এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যান ওঠার সময় মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে ভয় দেখানো হচ্ছে, আমি নির্দোষ। সরকার কাঁকে ফাঁসাচ্ছে বলে দাবি সঞ্জয়ের।
আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যে হিংসার অভিযোগ, পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
সোমবার শিয়ালদহের বিশেষ আদালতে হাজির করানো হয়েছিল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। এদিন আদালতের চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। আদালতে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হল। ১১ নভেম্বর থেকে শুরু হবে বিচার পক্রিয়া। সূত্রে খবর, নিজেকে নির্দোষ দাবি করেছেন আরজি কর-কাণ্ডে একমাত্র অভিযুক্ত। শিয়ালদহ আদালত থেকে বেরোনোর সময়ে মুখ খোলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। সকলের সামনেই চিৎকার করে বলেন, আমি এত দিন চুপচাপ ছিলাম। কিন্তু আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে। আমাকে ভয় দেখানো হচ্ছে। সরকার আমাকে ফাঁসাচ্ছে।
দেখুন ভিডিও