Placeholder canvas
HomeBig newsজগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে

জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে

বেলুরমঠ: চিরাচরিত প্রথা ও রীতি মেনেই শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো শুরু বেলুড় মঠ সারদাপীঠে। পূর্বাহ্ন পূজার মাধ্যমে মঙ্গলবার সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো। ত্রিপ্রহর জুড়ে পুজো চলবে আজ। সপ্তমী,অষ্টমী ও নবমীর পূজা-প্রক্রিয়ার মাধ্যমে আজ সারাদিন ধরেই দেবীর আরাধনা চলবে বেলুড় মঠ সারদাপীঠে। এই উপলক্ষে দূর দুরান্ত থেকে এসেছেন ভক্তেরা। ভক্তসমাগমে উজ্জীবিত বেলুড় মঠ।

আরও পড়ুন: আজ জগদ্ধাত্রী পুজো

বেলুর মঠ ছাড়াও রাজ্যের বাকি জায়গায় জগদ্ধাত্রী পুজোর চিত্রটাও চোখে পড়ার মত। যার মধ্যে অন্যতম চন্দননগর ও কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজো। অনেকেই জানেন না, নদিয়া জেলার কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন হয় ১৯৬৬ সালে।

কথিত আছে, নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলিবর্দি খাঁ, তাঁর থেকে ১২ লক্ষ টাকা দাবি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র সেই অর্থ দিতে অস্বীকার  করায় তাঁকে মুর্শিদাবাদে বন্দী করা হয়। বন্দিদশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণনগরে ফিরছিলেন, তখন তিনি শুনতে পান দুর্গাপুজোর বিসর্জনের বাজনা বেজে গিয়েছে। দুর্গাপুজোয় সেখানে উপস্থিত না থাকতে পারে অত্যন্ত কষ্ট পান তিনি। সেই রাতেই মা জগদ্ধাত্রী রাজার স্বপ্নে দর্শন দিয়ে তাঁকে পুজোর নির্দেশ দেন। সেই থেকে মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয় বাংলায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments