নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Suprme Court) শুরু আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ প্রধান বিচারপতির। আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআইকে সপ্তম স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অর্থাৎ পরবর্তী প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি (RG Kar Case Hearing) হবে।
এদিন আদালতে রাজ্যের আইনজীবী, কপিল সিব্বল বলেন, রাজ্য চায়, আসল দোষী যাতে শাস্তি পাক। দ্রুত যাতে তদন্ত শেষ হয়, তা নিশ্চিত করা হোক। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জ গঠন হয়েছে। ’’ পাশপাশি আদালতে এদিন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর চিকিৎসকদের আইনজীবী তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: আরজি কর মামলা পশ্চিমবঙ্গেই শুনানি, স্থানান্তরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
এদিন আদালতে জাতীয় টাস্ক ফোর্স নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সরকারও। ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্য সচিবকে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। দুটি অন্তর্বর্তী রিপোর্ট পেশ করা হয় এদিন। যৌন হিংসা ও শারীরিক হিংসা বন্ধের প্রস্তাব পেশ রিপোর্টে। টাস্ক ফোর্স এ-ও পরামর্শ দিয়েছে যে, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিতে হবে। ১১ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল শীর্ষ আদালত। টাস্ক ফোর্সের মূল লক্ষ্য হবে, চিকিৎসা পরিষেবায় যুক্ত নারী-পুরুষদের উপরে হিংসার ঘটনা রোধ এবং লিঙ্গ-বৈষম্য দূর করা। হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ নিশ্চিত করতে কেন্দ্রকে পরামর্শ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল জাতীয় টাস্ক ফোর্স। মুখ্যসচিবেরা ওই রিপোর্ট দেখে কোনও পরামর্শ থাকলে দিতে পারবেন।
দেখুন ভিডিও