
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা (Article 370) বিলোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত সোমবার রায়ে বলেছে, জম্মু-কাশ্মীর ভারতে অন্তর্ভুক্তির পর তার আর কোনও পৃথক সার্বভৌমত্ব থাকতে পারে না। আবেদনকারীরা রাষ্ট্রপতির (President of India) ঘোষণাকে চ্যালেঞ্জ জানাতে পারেন না।
আরও পড়ুন: কালী মদ-মাংস খায় বলাতেই সাংসদ পদ গেল: সুকান্ত
এছাড়াও সর্বোচ্চ আদালত এদিন ৩৭০ ধারা বিলোপের রাষ্ট্রপতির নির্দেশ বহাল রেখেছে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে (EC) আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাশ্মীরে ভোট করানোর নির্দেশ দিয়েছে এবং লাদাখকে (Ladakh) কেন্দ্রশাসিত অঞ্চল (UT) ঘোষণার মধ্যে সাংবিধানিক লঙ্ঘন বলেও মনে করেনি।
অন্য খবর দেখুন