
কলকাতা ও শ্রীনগর: তুষারপাত (Snowfall) পছন্দ করেন? জঙ্গিভয় উপেক্ষা করে চলে যান কাশ্মীর (Kashmir) বা লেহ-লাদাখে (Leh-Ladakh)। কাশ্মীর জুড়ে গত কয়েকদিন ধরে চলছে প্রবল শৈত্যপ্রবাহ (Coldwave)। শ্রীনগরের তাপমাত্রা আজ, রবিবার সকালে নেমেছে মাইনাস ২.১ ডিগ্রিতে। গুলমার্গে (Gilmarg) মাইনাস সাড়ে তিন এবং পহলগাঁওয়ে (Pahalgam) মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
সবথেকে বেশি ঠান্ডা লেহ শহরে। সেখানে ১০.২-এর নীচে নেমেছে তাপাঙ্ক। কারগিলে মাইনাস ৬.৮ ডিগ্রি। তথাকথিতভাবে উষ্ণ জম্মু শহর। সেখানে ৯.৬ কাটরায় ৮.৮, বালকোট সাড়ে ৬ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, টানা ৪০ দিনের শৈত্যপ্রবাহ গত ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: রাজ্যে নির্বিঘ্নে শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা
এদিকে, রবিবার পশ্চিমবঙ্গ সকাল থেকেই ছিল কুয়াশার চাদরে ঢাকা। এদিন সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে।
এরপর সাড়ে ৬টা নাগাদ এই দৃশ্যমানতা আরও কমে ২৫ মিটারে পৌঁছায়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে। পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়।
অন্য় খবর দেখুন