মৌপিয়া নন্দী:অবশেষে জল্পনাই সত্যি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল আনল এআইসিসি। সরানো হল অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)। নতুন সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)। বেশ কিছুদিন ধরেই অধীর এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্বের চর্চা চলছিল। নিজের গড়ে লোকসভা নির্বাচনে হারের পর অনেকেই মনে করছিলেন অধীরের অপসারণ শুধু সময়ের অপেক্ষা। অধীরের কট্টর মমতাবিরোধিতা এ রাজ্যে ইণ্ডিয়া জোটে প্রধান কাঁটা বলে মনে করছিলেন কংগ্রেস জয়রাম রমেশ, মল্লিকারজুন খাড়গেরা। গত জানুয়ারিতে বাংলায় রাহুলের ন্যায় যাত্রার সময় অধীর যখন সিপিএমের সঙ্গে আসন সমঝোতার তোড়জোড় করছেন তখনও জয়রাম লড়ে যাচ্ছিলেন তৃণমূলের সঙ্গে গাঁটছড়া কোনওমতে পাক করতে। এ রাজ্যে কংগ্রেস তৃণমূল সমঝোতা ভেস্তে যাওয়ার জন্যে মমতা থেকে অভিষেক নাম করে আঙুল তোলেন অধীরের দিকে। এরই মাঝে বিতর্ক তুঙ্গে ওঠে মল্লিকারজুন খাড়গের কটাক্ষ নিয়ে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছিয়ে যেতে পারে
অধীরের পরাজয় এবং বাম কংগ্রেসের ভোট ভরাডুবি অধীরের যাওয়ার রাস্তা আরও প্রশস্ত করে বলেই মনে করছিল রাজনৈতিক মহল। শনিবার কে সি ভেনুগোপালের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে শুভঙ্কর ইন, অধীর আউট। এতদিন এআইসিসি সেক্রেটারি পদে ছিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভঙ্কর সরকার। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তে দীর্ঘদিন রাজনীতি করছেন শুভঙ্কর। বিধানসভা ভোটের বছর দেড়েক আগে প্রদেশ সভাপতি পদে এই বদল কি রাজ্য রাজনীতিতে এবং সংসদে তৃণমূলের সঙ্গে সম্পর্ক জোরালো করার বার্তা?