হাওড়াঃ দু দিনের বাচ্চাকে ভিন রাজ্য থেকে এ রাজ্যে পাচারের চেষ্টা! ঘটনার খবর সামনে আসার পরই তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই হাওড়ার শালিমার স্টেশন থেকে সিআইডির জালে দুই।
সিআইডি সূত্রে খবর, তাদের কাছে আগে থেকেই খবর ছিল ২ দিনের বাচ্চাকে ভিন রাজ্য থেকে এ রাজ্যে এনে পাচার করার চেষ্টা চলছে। খবর পেয়েই একশনে নেমে পড়ে সিআইডি। সূত্র মারফত সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিলেন, শালিমার স্টেশনে ভিন রাজ্য থেকে এ রাজ্যে এনে ২ দিনের শিশু পাচারের ফাঁদ পাতা হয়েছে। সেই মত আজ শালিমার স্টেশনে উপস্থিত ছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্টেশনেই হাতেনাতে সদ্যোজাত-সহ ধরা হয় মুকুল সরকার ও মানিক হালদার নামের দু’জনকে।
আরও পড়ুন: বেলাগাম ডাম্পারের ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের
ইতিমধ্যেই, সদ্যোজাতকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডির পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে।
ঘটনাটি সামনে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে ফের কি সক্রিয় হচ্ছে আন্তঃরাজ্য শিশু পাচার চক্র? ইতিমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে সদ্যোজাতকটিকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছিল পাচারের জন্য তাও খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন অন্য খবর: